পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

ICU-তে প্রবীণ কংগ্রেস নেতা আহমেদ প্যাটেল - এম ভেঙ্কাইয়া নাইডু

আহমেদ প্যাটলের দ্রুত আরোগ্য কামনা করেছেন কংগ্রেসের নেতারা ৷ এর আগে কংগ্রেসের একাধিক শীর্ষ স্থানীয় নেতা কোরোনা আক্রান্ত হয়েছেন ৷ এঁদের মধ্যে আছেন অভিষেক সিংভি, তরুণ গগৈ প্রমুখরা ৷

আহমেদ প্যাটেল
আহমেদ প্যাটেল

By

Published : Nov 15, 2020, 10:48 PM IST

দিল্লি, 15 নভেম্বর : ICU -তে ভরতি বর্ষীয়ান কংগ্রেস নেতা আহমেদ প্যাটেল ৷ কয়েক সপ্তাহ আগেই কোরোনা পজ়িটিভ হয়েছিলেন ৷ তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় আজ তাঁকে মেদান্তা হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে ভরতি করা হয়েছে ৷ রবিবার তাঁর পরিবারের তরফে একথা জানানো হয়েছে ৷

1 অক্টোবর টুইট করে প্যাটেল জানান তিনি কোরোনা আক্রান্ত ৷ আজকের একটি টুইটে তাঁর ছেলে ফয়জল লেখেন, ‘‘পরিবারের পক্ষ থেকে আমরা জানাতে চাই আহমেদ প্যাটেল কয়েক সপ্তাহ আগে কোরোনা আক্রান্ত হন ৷ তাঁর চিকিৎসার জন্য আজ তাঁকে গুরগাঁওয়ের মেদান্তা হাসপাতালে ইনটেনসিভ কেয়ার ইউনিটে ভরতি করা হয়েছে ৷ বর্তমানে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল ৷ এবং তিনি চিকিৎসাধীন আছেন ৷ তাঁর দ্রুত সুস্থতার জন্য প্রার্থনা করুন ৷’’

অনেক কংগ্রেস নেতা আহমেদ প্যাটলের দ্রুত আরোগ্য কামনা করেছেন ৷ এর আগে কংগ্রেসের একাধিক শীর্ষ স্থানীয় নেতা কোরোনা আক্রান্ত হয়েছেন ৷ এঁদের মধ্যে আছেন অভিষেক সিংভি, তরুণ গগৈ প্রমুখরা ৷

ABOUT THE AUTHOR

...view details