পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

দুই শিশুর বয়স এক'শোরও বেশি ! - pawan kumar

শিশুর বয়স 2 বছর ৷ কিন্তু জন্মের প্রমাণপত্র বলছে বয়স 100-র থেকেও বেশি ৷ আরেকজনের বয়স 4 বছর ৷ কিন্তু নথি বলছে 104 বছর ৷ ইচ্ছাকৃতভাবে ভুল করা হয়েছে জন্ম প্রমাণপত্রে ৷ এই অভিযোগই হাইকোর্টের দ্বারস্থ পরিবার ৷

Birth certificate
ভুয়ো জন্ম প্রমাণপত্রের চক্র

By

Published : Jan 22, 2020, 11:55 AM IST

বরেলি, 22 জানুয়ারি : বরেলি পুলিশের জালে দিন কয়েক আগেই ধরা পড়েছিল ভুয়ো জন্ম প্রমাণপত্রের চক্র ৷ এবার দুই শিশুর জাল জন্ম প্রমাণপত্র বের করায় গ্রামোন্নয়ন আধিকারিকের বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিল আদালত ৷ জন্ম প্রমাণপত্রে ওই দুই শিশুর বয়স দেখাচ্ছে 100 বছরেরও উপরে ৷

ঘটনাটি শাহজাহানপুরের খাতুর থানা এলাকার বেলা গ্রামের ৷ সঙ্কেত (2) ও শুভ (4) ৷ জন্ম প্রমাণপত্রে নথি দেখাচ্ছে তাঁদের জন্ম যথাক্রমে 13 জুন, 1916 ও 6 জানুয়ারি, 1918 ৷ অর্থাৎ, নথি অনুযায়ী ওই দুই শিশুর বয়স অনুযায়ী দেখাচ্ছে যথাক্রমে 102 বছর ও 104 বছর ৷

এরপরেই সঙ্কেত আর শুভর কাকা পবন কুমার আদালতের দ্বারস্থ হয় ৷ অভিযোগ, ওই দুই শিশুর পরিবারের কাছে জন্ম প্রমাণপত্রের জন্য টাকা চাওয়া হয়েছিল ৷ কিন্তু সেই টাকা না দেওয়ায় ওই দুই শিশুর ভুল জন্ম প্রমাণপত্র ইশু করা হয়েছে ৷ গ্রামোন্নয়ন আধিকারিক সুশীল চন্দ অগ্নিহোত্রী ও গ্রামপ্রধান প্রবীন মিশ্র প্রত্যেক শিশুর জন্ম প্রমাণপত্রের জন্য 500 টাকা করে চেয়েছিল বলে অভিযোগ জানায় সে ৷

ওই অভিযোগের ভিত্তিতে 17 জানুয়ারি আদালত সংশ্লিষ্ট ও গ্রাম প্রধান বিরুদ্ধে FIR দায়ের করার নির্দেশ দেয় পুলিশকে ৷

ABOUT THE AUTHOR

...view details