পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

ডোভালের সফর শেষেই কাশ্মীরে 100 কম্পানি আধাসামরিক বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত

জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল দু'দিনের কাশ্মীর সফর শেষ করে ফিরতেই কাশ্মীরে 100 কম্পানি আধাসামরিক বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার ।

কাশ্মীরে 100 কম্পানি আধাসামরিক বাহিনী মোতায়েনে

By

Published : Jul 27, 2019, 11:13 AM IST

দিল্লি, 27 জুলাই : কাশ্মীরে 100 কম্পানি আধাসামরিক বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার । কাশ্মীরে জঙ্গি বিরোধী অভিযান আরও জোরদার করতে ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতেই অতিরিক্ত বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে ।

জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল দু'দিনের কাশ্মীর সফর শেষ করে ফিরতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে । সূত্রের খবর, কাশ্মীর সফরে গিয়ে অজিত ডোভাল সেখানকার নিরাপত্তার দায়িত্বে থাকা আধিকারিকদের সঙ্গে দেখা করে আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করেন । সেই সময় জম্মু ও কাশ্মীর পুলিশের DG দিলবাগ সিং উত্তর কাশ্মীরে অতিরিক্ত নিরাপত্তারক্ষী মোতায়েনের আর্জি জানান ।

DG দিলবাগ সিং বলেন, "উত্তর কাশ্মীরে নিরাপত্তারক্ষীর সংখ্যা প্রয়োজনের তুলনায় কম । তাই অতিরিক্ত বাহিনী মোতায়েনের আর্জি জানিয়েছিলাম । সেই মতো দেশের বিভিন্ন প্রান্ত থেকে 100 কোম্পানি আধাসামরিক বাহিনী কাশ্মীরে আনার প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়েছে ।"

কয়েকদিন আগে অমরনাথ যাত্রার সময় জম্মুতে মোতায়েন করা হয়েছিল 40 হাজার জওয়ান ।

ABOUT THE AUTHOR

...view details