পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

ডোভালের সফর শেষেই কাশ্মীরে 100 কম্পানি আধাসামরিক বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত - srinagar

জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল দু'দিনের কাশ্মীর সফর শেষ করে ফিরতেই কাশ্মীরে 100 কম্পানি আধাসামরিক বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার ।

কাশ্মীরে 100 কম্পানি আধাসামরিক বাহিনী মোতায়েনে

By

Published : Jul 27, 2019, 11:13 AM IST

দিল্লি, 27 জুলাই : কাশ্মীরে 100 কম্পানি আধাসামরিক বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার । কাশ্মীরে জঙ্গি বিরোধী অভিযান আরও জোরদার করতে ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতেই অতিরিক্ত বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে ।

জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল দু'দিনের কাশ্মীর সফর শেষ করে ফিরতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে । সূত্রের খবর, কাশ্মীর সফরে গিয়ে অজিত ডোভাল সেখানকার নিরাপত্তার দায়িত্বে থাকা আধিকারিকদের সঙ্গে দেখা করে আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করেন । সেই সময় জম্মু ও কাশ্মীর পুলিশের DG দিলবাগ সিং উত্তর কাশ্মীরে অতিরিক্ত নিরাপত্তারক্ষী মোতায়েনের আর্জি জানান ।

DG দিলবাগ সিং বলেন, "উত্তর কাশ্মীরে নিরাপত্তারক্ষীর সংখ্যা প্রয়োজনের তুলনায় কম । তাই অতিরিক্ত বাহিনী মোতায়েনের আর্জি জানিয়েছিলাম । সেই মতো দেশের বিভিন্ন প্রান্ত থেকে 100 কোম্পানি আধাসামরিক বাহিনী কাশ্মীরে আনার প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়েছে ।"

কয়েকদিন আগে অমরনাথ যাত্রার সময় জম্মুতে মোতায়েন করা হয়েছিল 40 হাজার জওয়ান ।

ABOUT THE AUTHOR

...view details