সীতাপুর (উত্তর প্রদেশ), 27 মে: উত্তরপ্রদেশের সীতাপুর জেলায় অ্যাসিড আক্রান্ত হলেন এক ব্যক্তি। বাড়ির দালানে বিশ্রাম নেওয়ার সময় তিনি অ্যাসিড হানার শিকার হন।
বাড়ির দালানে বিশ্রাম নেওয়ার সময় অ্যাসিড আক্রান্ত ব্যক্তি - উত্তরপ্রদেশ
উত্তরপ্রদেশের সীতাপুরে এক ব্যক্তি অ্যাসিড হানার শিকার হয়েছেন। গুরুতর জখম তিনি। তাঁকে হাসপাতালে ভরতি করা হয়েছে। পুলিশ তদন্ত শুরু করেছে।
Acid
সিধাউলির বাহাদুরপুর গ্রামে তাঁর বাড়ি। গতকাল সন্ধেয় বাড়ির দালানে বিশ্রাম নিচ্ছিলেন। হঠাৎই এক অচেনা ব্যক্তি তাঁকে লক্ষ্য করে অ্যাসিড ছুঁড়ে সঙ্গে সঙ্গে পালিয়ে যায়। গুরুতর জখম হন ওই ব্যক্তি।
তাঁর চিৎকার শুনে পরিবারের সদস্যরা বেরিয়ে আসেন। সঙ্গে সঙ্গে তাঁকে সিধাউলির স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে তাঁকে জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। ওই ব্যক্তির পরিবারের তরফে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযুক্ত পলাতক। তার খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।