পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

কাশ্মীর ইশুতে মোদির সঙ্গে সাক্ষাৎ EU প্রতিনিধিদলের - european union met narendra modi

370 ধারা রদের পর এই প্রথম বার কোনও বিদেশি প্রতিনিধি দল জম্মু-কাশ্মীরে যাওয়ার কথা ৷ গত মাসেই নরেন্দ্র মোদি শাসিত সরকার অ্যামেরিকার এক সেনেটরের কাশ্মীর সফরের প্রস্তাব খারিজ করে দেয় ৷

370 ধারা রদের পর এই প্রথম বার কোনও বিদেশি প্রতিনিধি দল জম্মু-কাশ্মীরে যাওয়ার কথা ৷ গত মাসেই নরেন্দ্র মোদি শাসিত সরকার অ্যামেরিকার এক সেনেটরের কাশ্মীর সফরের প্রস্তাব খারিজ করে দেয় ৷

By

Published : Oct 28, 2019, 2:53 PM IST

Updated : Oct 28, 2019, 8:14 PM IST

দিল্লি , 28 অক্টোবর : আজই সৌদি সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তার আগে সকালেই ইউরোপীয় ইউনিয়নের এক প্রতিনিধি দল সাক্ষাৎ করল প্রধানমন্ত্রীর সঙ্গে ৷ এই সাক্ষাতে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালও উপস্থিত ছিলেন ৷

জানা যাচ্ছে, ওই প্রতিনিধি দলের সঙ্গে কাশ্মীর ইশু নিয়ে আলোচনা করেছেন মোদি ৷ আলোচনায় উঠে এসেছে 370 ধারা রদের পর কাশ্মীরের পরিস্থিতি সংক্রান্ত বিষয়গুলি ৷ ওই প্রতিনিধিদল আগামীকাল কাশ্মীর সফরে যেতে পারে, কেন্দ্রীয় সরকার সূত্রের খবর এমনই ৷

28 সদস্যের প্রতিনিধি দল আজ বৈঠক করে প্রধানমন্ত্রীর সঙ্গে ৷ 370 ধারা রদের পর এই প্রথম বার কোনও বিদেশি প্রতিনিধি দল জম্মু-কাশ্মীরে যাওয়ার কথা ৷ গত মাসেই নরেন্দ্র মোদি শাসিত সরকার অ্যামেরিকার এক সেনেটরের কাশ্মীর সফরের প্রস্তাব খারিজ করে দেয় ৷

সেনেটর ক্রিস ভ্যান হোলেন জানিয়েছিলেন, ''আমি নিজে কাশ্মীর যেতে চেয়েছিলাম ৷ কিন্তু ভারত সরকার অনুমতি দেয়নি ৷ কাশ্মীর যাওয়ার এটা সঠিক সময় নয়, বলা হয়েছে এমনই ৷ ''

চলতি মাসের শুরুতেই পোস্টপেইড মোবাইল পরিষেবা চালু হয় উপত্যকায় ৷ পর্যটকদেরও বেড়ানোর অনুমতি মেলে ৷ মনে করা হচ্ছে, উপত্যকায় পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে, সেই কারণে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলকে সেখানে যেতে অনুমতি দেওয়া হচ্ছে ৷

Last Updated : Oct 28, 2019, 8:14 PM IST

ABOUT THE AUTHOR

...view details