পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

উত্তরপ্রদেশে বন্যায় মৃত 8 - উত্তরপ্রদেশের বন্যায় 8 জনের মৃত্যু

জেলার বারাবানকি, গোন্ডা, সিদ্ধার্থ নগর, মহারাজগঞ্জ ও বলরামপুর এলাকা জলের তলায় ৷ ইতিমধ্যে বিপর্যয় দল এলাকায় পৌঁছেছে ৷ ক্ষতিগ্রস্তদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়ার কাজ চলছে ৷

উত্তরপ্রদেশের বন্যা
উত্তরপ্রদেশের বন্যা

By

Published : Aug 3, 2020, 8:56 PM IST

বাহরাইচ(উত্তরপ্রদেশ), 3 অগাস্ট : অসম, বিহারের পর এবার উত্তরপ্রদেশ ৷ গত 24 ঘণ্টায় উত্তরপ্রদেশের বাহরাইচ জেলার বলরামপুর এলাকায় বন্যায় কমপক্ষে 8 জনের মৃত্যু হয়েছে ৷

জেলার বারাবানকি, গোন্ডা, সিদ্ধার্থ নগর, মহারাজগঞ্জ ও বলরামপুরের একাধিক এলাকা এখনও জলের তলায় । কয়েকদিন ধরে লাগাতার বৃষ্টি হচ্ছে সেই সব এলাকায় ৷ ইতিমধ্যেই বিপর্যয় মোকাবিলা দপ্তরের কর্মীরা এলাকায় পৌঁছেছেন ৷ ক্ষতিগ্রস্তদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে ৷

মাহসির মহকুমাশাসক এস এন ত্রিপাঠী বলেন, ‘‘দুই নাবালক, এক কিশোরী ও দুই কিশোর সহ মোট 8 জন বন্যার জলে তলিয়ে গেছে ৷ তাদের নাম পরমেশ (16), শনি (12), সন্তোষ (14), রাম সওয়ারে (35), আমন (8), সাবিত্রী দেবী (17) ও রাম স্বরূপ (32) ৷ তাদের মধ্যে তিনজন তুলসীপুরের বাসিন্দা । এছাড়াও দুজন বলরামপুর এবং একজন উত্ত্রাউলার বাসিন্দা ৷

মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ বাবদ 4 লাখ টাকা করে দেওয়া হবে বলে প্রশাসনের তরফে জানানো হয়েছে । বাহরাইচের জেলাশাসক অজয় দীপ সিং বলেন, ‘‘মাহসি তহসিলের পাঁচজন ও কাইসেরগঞ্জ, নানপাড়া, মিহিপুরওা থেকে তিন জনের মৃত্যু হয়েছে ৷" জেলার ঘাগরা ও সরযূ নদীর জল বিপদসীমার উপর দিয়ে বইছে ৷ পুলিশের পাশাপাশি, NDRF, ও SSB-র কর্মীরা উদ্ধারকাজে নেমেছেন ৷

ABOUT THE AUTHOR

...view details