জয়পুর, 20 জানুয়ারি : রাজস্থানের চুরুতে ট্রাকের সঙ্গে গাড়ির সংঘর্ষ । দুর্ঘটনায় 7 জনের মৃত্যু হয়েছে । আহত একাধিক ।
নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িতে ধাক্কা ট্রাকের, রাজস্থানে পথ দুর্ঘটনায় মৃত 7 - road accident
রাজস্থানের 58 নম্বর সালাসর ন্যাশনাল হাইওয়ে সংলগ্ন ন্যামা গ্রামে ট্রাকের সঙ্গে গাড়ির সংঘর্ষে সাতজনের মৃত্যু হয়েছে ।
আজ সকালে চুরুর 58 নম্বর সালাসর জাতীয় সড়কে দিয়ে যাচ্ছিল ট্রাকটি । হাইওয়ে সংলগ্ন ন্যামা গ্রামের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িকে ধাক্কা মারে ট্রাকটি । ঘটনাস্থানেই গাড়িতে থাকা আট জনের মধ্যে সাত জনের মৃত্যু হয়েছে । মৃতদের বাড়ি শিকরের সাহবসর গ্রামে । খবর পেয়েই ঘটনাস্থানে পৌঁছায় পুলিশ । মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে । গাড়ির মধ্যে থাকা আহত যুবককে শিকর জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ।
ঘটনায় শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী অশোক গেহলট । টুইটে তিনি জানান, মৃতদের পরিবারের পাশে রয়েছি । আহত যুবকের দ্রুত আরোগ্য কামনা করছি ।