শ্রীনগর, 13 নভেম্বর : পাকিস্তানি সেনার সংঘর্ষবিরতি লঙ্ঘন করে গোলা বর্ষণের পালটা দিল ভারতীয় সেনা ৷ ভারতীয় সেনা সূত্রে খবর, পালটা গোলাবর্ষণে নিহত হয়েছে 7 থেকে 8 জন পাকিস্তানি সেনা ৷ তার মধ্যে 2 থেকে 3 জন পাকিস্তানি আর্মি স্পেশাল সার্ভিস গ্রুপের কমান্ডোও আছে বলে খবর ৷
বারামুল্লায় ভারতীয় সেনার পালটা গোলাবর্ষণে নিহত 7-8 পাকিস্তানি সেনা - বারামুল্লা
ভারতীয় সেনার গোলাবর্ষণে আরও 10-12 জন পাকিস্তানি জওয়ান জখম হয়েছে বলে খবর ৷ পাকিস্তানের আর্মি বাঙ্কার, ফুয়েল ডাম্পাস এবং লঞ্চ প্যাডও ভারতীয় সেনার গুলিতে ধ্বংস হয়েছে বলে জানিয়েছে ভারতীয় সেনা ৷
এছাড়া ভারতীয় সেনার গোলাবর্ষণে আরও 10-12 জন পাকিস্তানি জওয়ান জখম হয়েছে বলে খবর ৷ পাকিস্তানের আর্মি বাঙ্কার, ফুয়েল ডাম্পাস এবং লঞ্চ প্যাডও ভারতীয় সেনার গুলিতে ধ্বংস হয়েছে বলে জানিয়েছে ভারতীয় সেনা ৷
আজ ফের জম্মু ও কাশ্মীরের বারামুল্লা জেলার নিয়ন্ত্রণরেখা বরাবর রক্তাক্ত হয় ভারত-পাকিস্তান সীমান্ত । দুপুরে সীমান্তে সংঘর্ষবিরতি লঙ্ঘন করে পাকিস্তান । এলোপাথাড়ি গোলাবর্ষণ শুরু করে পাকিস্তানি সেনা । পাকিস্তানের গোলাবর্ষণে শহিদ হন সীমান্তরক্ষী বাহিনীর দুই জওয়ান । নিহত হয়েছেন আরও চার গ্রামবাসী ।