পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

নিয়ন্ত্রণ হারিয়ে খাদে গাড়ি, ধানবাদে শিশুসহ মৃত 5 - Gobindapur police station

WB 07 J 3228 নম্বরযুক্ত ওই প্রাইভেট গাড়িটি সম্ভবত ধানবাদ থেকে পশ্চিমবঙ্গে যাচ্ছিল ৷ এখনও মৃতদের পরিচয় জানা যানি। তবে ওই পাঁচজন এরাজ্যের বাসিন্দা বলে অনুমান করছে পুলিশ ৷

নিয়ন্ত্রণ হারিয়ে পুলের নীচে গাড়ি, মহিলা ও শিশু সহ মৃত 5
নিয়ন্ত্রণ হারিয়ে পুলের নীচে গাড়ি, মহিলা ও শিশু সহ মৃত 5

By

Published : May 26, 2020, 10:58 AM IST

ধানবাদ, 26 মে: নিয়ন্ত্রণ হারিয়ে 50 ফুট গভীর খাদে গাড়ি পড়ে এক শিশুসহ পাঁচজনের মৃত্যু হল ৷ মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটে ধানবাদ জেলার গোবিন্দপুর থানা এলাকায় ৷ মৃতদেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে ৷ ওই প্রাইভেট গাড়িতে থাকা সকলেই পশ্চিমবঙ্গের বাসিন্দা বলে অনুমান করছে পুলিশ ৷

গোবিন্দপুর থেকে নিরসার দিকে যাচ্ছিল ওই প্রাইভেট গাড়িটি ৷ খুদিয়া পুলের কাছে পৌঁছাতেই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন চালক ৷ ফলে, পুলের 50 ফুট নিচে গাড়িটি পড়ে যায় ৷ গাড়িতে থাকা পাঁচজনের মৃত্যু হয় ৷ মৃতদের মধ্যে এক মহিলা ও এক শিশু রয়েছে ৷

নিয়ন্ত্রণ হারিয়ে পুলের নীচে গাড়ি, মহিলা ও শিশু সহ মৃত 5

ঘটনার পর প্রথমে স্থানীয়রা উদ্ধারকাজে এগিয়ে আসেন ৷ পরে গোবিন্দপুর থানায় খবর দেওয়া হয় ৷ কিন্তু পুলিশ আসার আগেই মৃত্যু হয় যাত্রীদের ৷ WB 07 J 3228 নম্বরযুক্ত ওই গাড়িটি সম্ভবত ধানবাদ থেকে পশ্চিমবঙ্গে যাচ্ছিল ৷ এখনও মৃতদের পরিচয় জানা সম্ভব হয়নি। স্থানীয়দের সহায়তায় মৃতদেহগুলি গাড়ি থেকে বের করে গোবিন্দপুর থানার পুলিশ ৷ মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য পাটলিপুত্র মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে ৷

ABOUT THE AUTHOR

...view details