পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

ইট্যালি থেকে দেশে ফিরছে 211 পড়ুয়া - Coronavirus

এয়ার ইন্ডিয়ার বিশেষ বিমানে দেশে ফেরানো হচ্ছে 211 জন ভারতীয় পড়ুয়াকে ৷ তাঁরা সকলেই ইট্যালির রোম ও মিলানে আটকে ছিলেন ৷

ছবি
ছবি

By

Published : Mar 15, 2020, 8:28 AM IST

মিলান (ইট্যালি), 15 মার্চ : কোরোনা আতঙ্কের জেরে ইট্যালি আটকে থাকা 211 জন ভারতীয় পড়ুয়াকে দেশে ফেরত আনছে সরকার ৷ এয়ার ইন্ডিয়ার বিশেষ বিমানে তাঁদের আনা হচ্ছে ৷

ইউরোপীয় দেশগুলির মধ্যে কোরোনায় সবথেকে বেশি সংক্রমণ ঘটেছে ইট্যালিতে ৷ কোরোনায় সংক্রমণের সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে বাতিল হয়েছে একের পর এক বিমান ৷ ইট্যালির মিলান ও রোমে আটকে ছিলেন 211 জন ভারতীয় পড়ুয়া ৷ ভারতীয় পড়ুয়াদের পাশাপাশি আরও সাতজন সাহায্যপ্রার্থীকেও এয়ার ইন্ডিয়ার ওই বিশেষ বিমানে করে ভারতে নিয়ে আসা হচ্ছে ৷

মিলানে অবস্থিত ভারতীয় দূতাবাসের তরফে করা এক টুইটে জানানো হয়েছে, "211 জন পড়ুয়া ও 7 জন সাহায্যপ্রার্থীকে নিয়ে মিলান থেকে রওনা দিয়েছে এয়ার ইন্ডিয়ার বিমান ৷ যাঁরা এই কঠিন পরিস্থিতির মধ্যে আমাদের পাশে দাঁড়িয়েছেন, তাঁদের সকলকে ধন্যবাদ জানাই ৷ বিশেষ ধন্যবাদ জানাই এয়ার ইন্ডিয়া ও ইট্যালির আধিকারিকদের ৷ উত্তর ইট্যালির সমস্ত ভারতীয় নাগররিকদের পাশে সবসময় আছে দূতাবাস ৷"

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফে কোরোনা ভাইরাসকে প্যানডেমিক হিসেবে ঘোষণা করা হয়েছে ৷ জানানো হয়েছে ইউরোপই এখন কোরোনা ভাইরাসের নতুন আঁতুড়ঘর হয়ে উঠেছে ৷ এরপর থেকেই ইট্যালিতে আটকে থাকা ভারতীয় পড়ুয়াদের দেশে ফিরিয়ে আনতে যুদ্ধকালীন তৎপরতা শুরু করে কেন্দ্র ৷ গতকালই এয়ার ইন্ডিয়ার বিশেষ বিমান পাঠানো হয় ভারতীয় পড়ুয়াদের দেশে ফিরিয়ে আনার জন্য ৷ এর আগে চিন, জাপান ও ইরান থেকেও দেশে ফেরানো হয়েছে আটকে থাকা ভারতীয়দের ৷

ABOUT THE AUTHOR

...view details