পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

শ্রীনগরে গ্রেনেড হামলা, জখম 2 - militants hurl grenade at security forces

জাকুরায় নিরাপত্তারক্ষীদের লক্ষ্য করে গ্রেনেড ছোড়ে জঙ্গিরা। জখম দুই নাগরিক।

grenade
ছবি

By

Published : Jan 8, 2020, 4:27 PM IST

শ্রীনগর, 8 জানুয়ারি : শ্রীনগরের জ়াকুরায় গ্রেনেড হামলা । জখম হয়েছেন দুই নাগরিক ।

জানা গেছে, জ়াকুরায় নিরাপত্তারক্ষীদের লক্ষ্য করে গ্রেনেড ছোড়ে জঙ্গিরা । কিন্তু লক্ষ্য থেকে বিচ্যুত হয়ে একটি রাস্তার পাশে গিয়ে পড়ে । এর জেরে জখম হন দুই নাগরিক।

বর্তমানে পুরো এলাকা পুলিশের ঘেরাটোপে । হামলাকারীদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে ।

ABOUT THE AUTHOR

...view details