পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

15 মিনিটেই চরিত্র বোঝালেন ইমরান, মন্তব্য গম্ভীরের - UNGA

আধঘণ্টারও বেশি সময় ধরে বক্তৃতা দিয়ে সমালোচনার মুখেও পড়েছেন ইমরান ৷ বারবার জ্বলেছে লালবাতি ৷ তা সত্ত্বেও ইমরান থামেননি ৷

আধঘণ্টারও বেশি সময় ধরে বক্তৃতা দিয়ে সমালোচনার মুখেও পড়েছেন ইমরান ৷ বারবার জ্বলেছে লালবাতি ৷ তা সত্ত্বেও ইমরান থামেননি ৷

By

Published : Sep 28, 2019, 9:35 PM IST

দিল্লি, 28 সেপ্টেম্বর : রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের বক্তৃতার পরই তাঁকে একহাত নিলেন BJP সাংসদ ও প্রাক্তন ক্রিকেটার গৌতম গম্ভীর ৷ বললেন, 15 মিনিটেই ইমরান খান তাঁর চরিত্র বুঝিয়ে দিয়েছেন ৷

প্রতিটি দেশের কাছেই বক্তব্য পেশের জন্য 15 মিনিট ধার্য ছিল ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শান্তি ও উন্নতির কথা বলেছেন 15 মিনিটের পরিসরে ৷ কিন্তু পাকিস্তানের প্রধানমন্ত্রী পরমাণু যুদ্ধের হুমকি দিয়েছেন ৷ আধঘণ্টারও বেশি সময় ধরে বক্তৃতা দিয়ে সমালোচনার মুখেও পড়েছেন ইমরান ৷ বারবার জ্বলেছে লালবাতি ৷ তা সত্ত্বেও ইমরান থামেননি ৷ প্রসঙ্গত, গম্ভীর পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে 'সেনার হাতের পুতুল' বলে উল্লেখ করেন ৷

পূর্ব দিল্লির সাংসদ গম্ভীরের কথায়, যিনি যুদ্ধের কথা বলছেন রাষ্ট্রসংঘের অধিবেশনে, তিনিই আবার কাশ্মীরের শান্তির কথা বলছেন ৷ ইমরান খান রাষ্ট্রসংঘের অধিবেশনে 370 ধারা রদের প্রসঙ্গে বারবার ভারতকে আক্রমণ করছেন ৷ যদিও ভারতের তরফে কড়া জবাব দেওয়া হয়েছে পাকিস্তানকে ৷

ABOUT THE AUTHOR

...view details