পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

হরিয়ানায় মূক-বধির নাবালিকাকে ধর্ষণের অভিযোগ - নাবালিকা ধর্ষণ

ফের হরিয়ানায় আরও একটি ধর্ষণের খবরে প্রশ্নের মুখে নিরাপত্তা

হরিয়ানায় মূক-বধির নাবালিকাকে ধর্ষণের অভিযোগ
হরিয়ানায় মূক-বধির নাবালিকাকে ধর্ষণের অভিযোগ

By

Published : Dec 13, 2019, 4:52 AM IST

রোহতক, 13 ডিসেম্বর: হরিয়ানায় নাবালিকাকে ধর্ষণের অভিযোগ । হরিয়ানার ফতেহাবাদে 13 বছরের এক মূক-বধির নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠল ৷ মেয়েটির পরিজনরা পাকড়াও করে অভিযুক্তকে পুলিশের হাতে তুলে দেয় ৷

ফতেহাবাদের ডেপুটি পুলিশ সুপার ধর্মবীর পুনিয়া বলেন, অভিযুক্তদের বিরুদ্ধে POCSO আইনে মামলা জারি করা হয়েছে ৷ ধর্ষণের ঘটনায় উত্তাল হয়েছে সারা দেশ । হয়েছে মোমবাতি মিছিল, একাধিক প্রতিবাদ । এরই মধ্যে ফের হরিয়ানায় আরও একটি ধর্ষণের খবরে প্রশ্নের মুখে নিরাপত্তা ।

গতকাল রাহুল গান্ধি ঝাড়খণ্ডের একটি সভা থেকে নরেন্দ্র মোদিকে এই নিয়ে কটাক্ষ করেন ৷ বলেন, 'মেক ইন ইন্ডিয়া' নয় ৷ 'রেপ ইন ইন্ডিয়া ৷' BJP বিধায়ক কুলদীপ সেঙ্গারের বিরুদ্ধে উন্নাওয়ের একটি মেয়েকে ধর্ষণের অভিযোগ রয়েছে ৷ তা নিয়ে প্রধানমন্ত্রী একটি কথাও উচ্চারণ করেননি বলেও মোদিকে একহাত নেন রাহুল ৷

ABOUT THE AUTHOR

...view details