কোঝিকোড়, 8 অগাস্ট : কেরালার কোঝিকোড় বিমানবন্দরে অবতরণের সময় পিছলে যায় দুবাই থেকে আসা এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস বিমান IX- 1344 । দু’টুকরো হয়ে যায় বিমানটি । দুর্ঘটনায় দুই বিমান চালকসহ 18 জনের মৃত্যু হয় । আজ ঘটনাস্থান পরিদর্শনে যান অসামরিক বিমান পরিবহনমন্ত্রী হরদীপ সিং পুরী । মৃতদের পরিবারপিছু 10 লাখ টাকা, গুরুতর আহতদের জন্য 2 লাখ ও আহতদের জন্য 50 হাজার টাকা ক্ষতিপূরণের ঘোষণা করেন তিনি ।
ঘটনাস্থান পরিদর্শনের পর মন্ত্রী বলেন, "আমি 7 টা 40 মিনিট নাগাদ জানতে পারি বিমানটির কথা । খারাপ আবহাওয়ার জন্য এমন দুর্ঘটনা হয়েছে । তবে, বিমানবন্দর কর্তৃপক্ষ, সরকার যেভাবে কাজ করেছে সত্যি প্রশংসার যোগ্য । এভাবে কাজ না করলে হয়ত পরিস্থিতি আরও খারাপ হত । উদ্ধারকাজ দ্রুত শুরু হওয়ায়ই ম্যাঙ্গালোরের মতো ঘটনা ঘটেনি, তার জন্য আমরা ভাগ্যবান । আমরা গভীরভাবে শোকাহত ।"
এই দুর্ঘটনা কীভাবে ঘটল ? এপ্রসঙ্গে মন্ত্রী বলেন, "কীভাবে ঘটল তা তদন্ত করে দেখা হচ্ছে । তদন্ত শেষ হওয়ার আগে কিছু বলা উচিত নয় । এমন যাতে আর না ঘটে সেজন্য তদন্তের দরকার । এমন পরিস্থিতিতে দ্রুত উদ্ধারকাজ শুরু করতে হয়, যেটা শুরু হয়েছে । তদন্তের জন্য দু'টো ব্ল্যাক বক্স দরকার তাও উদ্ধার করা হয়েছে ।" আগামীদিনে দুর্ঘটনা এড়াতে এই এলাকায় কী কী করা হবে, সেবিষয়ে নিশ্চয়ই ভেবে দেখা হবে বলে জানিয়েছেন বিমান পরিবহনমন্ত্রী ।