পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

কোঝিকোড় বিমান দুর্ঘটনা : মৃতদের পরিবারপিছু 20 লাখ টাকা ক্ষতিপূরণ ঘোষণা - Kozhikode

আজ ঘটনাস্থান পরিদর্শনে যান অসামরিক বিমান পরিবহনমন্ত্রী হরদীপ সিং পুরী । পরিদর্শনের পর মৃতদের পরিবারপিছু 10 লাখ টাকা অন্তর্বতীকালীন ক্ষতিপূরণের কথা ঘোষণা করেন তিনি । পরে কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন মৃতদের পরিবারপিছু আরও 10 লাখ টাকা ক্ষতিপুরণের কথা ঘোষণা করেন ।

Kozhikode Plane accident
কোঝিকোড় বিমান দুর্ঘটনা

By

Published : Aug 8, 2020, 1:24 PM IST

Updated : Aug 8, 2020, 5:53 PM IST

কোঝিকোড়, 8 অগাস্ট : কেরালার কোঝিকোড় বিমানবন্দরে অবতরণের সময় পিছলে যায় দুবাই থেকে আসা এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস বিমান IX- 1344 । দু’টুকরো হয়ে যায় বিমানটি । দুর্ঘটনায় দুই বিমান চালকসহ 18 জনের মৃত্যু হয় । আজ ঘটনাস্থান পরিদর্শনে যান অসামরিক বিমান পরিবহনমন্ত্রী হরদীপ সিং পুরী । মৃতদের পরিবারপিছু 10 লাখ টাকা, গুরুতর আহতদের জন্য 2 লাখ ও আহতদের জন্য 50 হাজার টাকা ক্ষতিপূরণের ঘোষণা করেন তিনি ।

ঘটনাস্থান পরিদর্শনের পর মন্ত্রী বলেন, "আমি 7 টা 40 মিনিট নাগাদ জানতে পারি বিমানটির কথা । খারাপ আবহাওয়ার জন্য এমন দুর্ঘটনা হয়েছে । তবে, বিমানবন্দর কর্তৃপক্ষ, সরকার যেভাবে কাজ করেছে সত্যি প্রশংসার যোগ্য । এভাবে কাজ না করলে হয়ত পরিস্থিতি আরও খারাপ হত । উদ্ধারকাজ দ্রুত শুরু হওয়ায়ই ম্যাঙ্গালোরের মতো ঘটনা ঘটেনি, তার জন্য আমরা ভাগ্যবান । আমরা গভীরভাবে শোকাহত ।"

এই দুর্ঘটনা কীভাবে ঘটল ? এপ্রসঙ্গে মন্ত্রী বলেন, "কীভাবে ঘটল তা তদন্ত করে দেখা হচ্ছে । তদন্ত শেষ হওয়ার আগে কিছু বলা উচিত নয় । এমন যাতে আর না ঘটে সেজন্য তদন্তের দরকার । এমন পরিস্থিতিতে দ্রুত উদ্ধারকাজ শুরু করতে হয়, যেটা শুরু হয়েছে । তদন্তের জন্য দু'টো ব্ল্যাক বক্স দরকার তাও উদ্ধার করা হয়েছে ।" আগামীদিনে দুর্ঘটনা এড়াতে এই এলাকায় কী কী করা হবে, সেবিষয়ে নিশ্চয়ই ভেবে দেখা হবে বলে জানিয়েছেন বিমান পরিবহনমন্ত্রী ।

বিমানচালকদের নিয়ে কথা বলতে গিয়ে তিনি জানান, "দীপক বসন্ত শাথে কমান্ডিংয়ে ছিলেন বিমানটির । ওঁর অনেক বছরের অভিজ্ঞতা । উনি আগে এয়ারফোর্সের পাইলট ছিলেন । স্বর্ণপদকপ্রাপ্ত পাইলট ছিলেন শাথে । এদিকে, সহকারী চালক অখিলেশ কুমার 32 বছরের । তিনিও অনেকটাই অভিজ্ঞতা সম্পূর্ণ ছিলেন । দু'জনেরই পরিবারের সঙ্গে কথা হয়েছে । শাথের ছেলে অ্যামেরিকা থেকে আসছেন ।"

দুর্ঘটনার এতটা পরে পরিদর্শনে এলেন অসামরিক বিমান পরিবহনমন্ত্রী । প্রশ্নের উত্তরে তিনি বলেন, "আমরা দেরি করে এসেছি, কারণ আমরা আগে এলে উদ্ধারকাজে সমস্যা হতে পারত ।" কেন্দ্র-রাজ্য সমন্বয়ের কথা উল্লেখ করে তিনি বলেন, মিলিতভাবে কাজ করব । সাহায্যের জন্য সমস্তরকম চেষ্টা করব । এই সময় সকলকে একসঙ্গে কাজ করতে হবে । কেরালায় আসার পর যেমন ঐক্য দেখেছি, সেই ঐক্য নিয়েই কাজ এগিয়ে নিয়ে যেতে হবে ।"

হরদীপ সিং পুরীর পাশাপাশি বিমান দুর্ঘটনায় মৃতদের পরিবার পিছু 10 লাখ টাকার ঘোষণা করেন কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন । সঙ্গে আহতদের বিনামূল্যে চিকিৎসার কথা ঘোষণা করেন ।

Last Updated : Aug 8, 2020, 5:53 PM IST

ABOUT THE AUTHOR

...view details