শ্রীনগর, 4 নভেম্বর : সোপোরের পর শ্রীনগর ৷ এবার লালচকে গ্রেনেড হামলা ৷ ঘটনায় মৃত্যু হল এক জনের ৷ আহত আরও 24 ৷ তাঁদের শ্রী মহারাজা হরি সিং হাসপাতালে ভরতি করা হয়েছে ৷ হামলাকারীদের খোঁজে তল্লাশি চালাচ্ছে নিরাপত্তা বাহিনী ৷
শ্রীনগরে গ্রেনেড হামলা, হত 1, জখম 24 - kashmir latest news
নগরের মৌলানা আজাদ রোডে গ্রেনেড হামলা ৷ মৃত্যু হয়েছে একজনের ৷ আহত হয়েছেন 24 জন ৷
শ্রীনগরে গ্রেনেড হামলা, জখম একাধিক
এই নিয়ে দু'সপ্তাহে তিনবার ৷ গ্রেনেড হামলায় কেঁপে উঠল উপত্যকা ৷ 1 নভেম্বর কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে আত্মপ্রকাশ করে জম্মু ও কাশ্মীর এবং লাদাখ ৷ তার ঠিক তিনদিন পরেই শ্রীনগরে গ্রেনেড হামলা ৷ আজ দুপুর 1টা 20 নাগাদ হরি সিং হাইস্ট্রিটের সবজি বাজারে গ্রেনেড হামলা হয় ৷ ঘটনায় 24 জন জখম হন ৷ তাঁদের তড়িঘড়ি হাসপাতালে ভরতি করা হয় ৷ পরে দু'জনের মৃত্যু হয় ৷
এর আগে, শ্রীনগরের করণনগরে গ্রেনেড হামলা হয়েছিল ৷ ঘটনায় ছ'জন CRPF জওয়ান জখম হন ৷
Last Updated : Nov 4, 2019, 3:36 PM IST