ম্যাঙ্গালুরু, 12 ডিসেম্বর:যুগলকে হেনস্থা করার অভিযোগ উঠল বজরং দলের কর্মীদের বিরুদ্ধে (Bajrang Dal Activists Try to Assault Youth Girl Friend) ৷ ঘটনাটি ঘটেছে কর্ণাটকের ম্যাঙ্গালুরুতে ৷ অভিযুক্তদের গ্রেফতার করে পুলিশ । পরে তাঁরা জামিনও পেয়ে যান ।
জানা গিয়েছে, শনিবার মধ্যরাতে কোটারা চৌকির কাছে দুই ভিন্ন সম্প্রদায়ের তরুণ তরুণী ঘোরাফেরা করছিল ৷ বজরং দলের কর্মীরা তাঁদের জিজ্ঞাসাবাদ করলে তাঁরা জানায়, তাঁরা শহরের একটি হোটেলে খেতে এসেছিলেন । এখন বাড়ি ফিরছেন । অভিযোগ, তাঁদের এই কথা বিশ্বাস না করে যুগলকে হেনস্থা করেন বজরং দলের ওই কর্মীরা ৷ খবর পেয়ে উরওয়া থানার কর্মীরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন । বজরং দলের কয়েকজন কর্মীকে পুলিশ হেফাজতে নেওয়া হয় । পরে তাদের ছেড়েও দেওয়া হয় হলে খবর । পুলিশকে ঘটনার বিস্তারিত বিবরণ জানিয়েছেন আক্রান্তরা।