চামোলি (উত্তরাখণ্ড), 27 এপ্রিল: বিশ্ব বিখ্যাত চারধাম যাত্রা শুরু হয়েছে 22 এপ্রিল থেকে ৷ এক এক করে তিনধামের দরজা খোলার পর আজ 27 এপ্রিল বৃহস্পতিবার চতুর্থ ধাম বদ্রীনাথের দরজা খুলে দেওয়া হল ৷ প্রতিকূল আবহাওয়ার মধ্যে মন্দির খোলার চূড়ান্ত প্রস্তুতি নেয় প্রশাসন ৷ বরফ-বৃষ্টির মধ্যেই সকাল 7টা 10 মিনিট নাগাদ সমস্ত নিয়মরীতি মেনে বদ্রীনাথের বিশেষ পূজার্চনা করার পর বৈদিক মন্ত্রোচ্চারণের মধ্যে দিয়ে পুণ্যার্থীদের জন্য খুলে দেওয়া হয় মন্দির ৷ একইসঙ্গে বদ্রীনাথ মন্দিরে প্রথম পুজো হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নামে ৷
মন্দিরের দরজা খোলার সঙ্গে সঙ্গে আজ থেকে শুরু হয়ে গেল বদ্রীনাথ যাত্রা ৷ মন্দিরের দরজা খোলার মুহূর্তে বিপুল সংখ্যক ভক্ত উপস্থিত ছিলেন ৷ এই উপলক্ষে মন্দির খোলার আগের দিন 20 কুইন্টাল ফুল দিয়ে সাজানো হয় বদ্রীনাথ মন্দির ৷ 22 এপ্রিল মা গঙ্গোত্রী ও যমুনোত্রী ধামের দরজা খোলার সময় থেকে উত্তরাখণ্ডে শুরু হয়েছে চারধাম যাত্রা ৷ এরপর 25 এপ্রিল কেদারনাথের কপাট খোলা হয় আর আজ 27 এপ্রিল খোলা হল বদ্রীনাথ ধামের দরজা ৷ তাই বলাই যায় আর থেকে পুরোদমে শুরু হয়ে গেল চারধাম যাত্রা ৷ যা চলবে আগামী 6 মাস ধরে ৷