জয়পুর, 27 জুলাই: সরকারি অনুষ্ঠান ঘিরে বিতর্ক তৈরি হল রাজস্থানে ৷ বৃহস্পতিবার রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলত অভিযোগ করলেন যে কেন্দ্রীয় প্রকল্পের উদ্বোধনের জন্য আয়োজিত ওই সরকারি অনুষ্ঠান থেকে তাঁর বক্তৃতা বাদ দেওয়া হয়েছে ৷ এই নিয়ে তিনি কাঠগড়ায় তুলেছেন প্রধানমন্ত্রীর দফতরকেই ৷
প্রসঙ্গত, রাজস্থানের সিকারে আয়োজিত ওই অনুষ্ঠান থেকে একাধিক প্রকল্পের সূচনা করার কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৷ সেই অনুষ্ঠানে রাজস্থানের মুখ্যমন্ত্রীর বক্তৃতা বাদ দেওয়াকে কেন্দ্র করে স্বাভাবিকভাবে বিতর্ক তৈরি হয়েছে ৷ যদিও প্রধানমন্ত্রীর দফতর থেকে গেহলতের অভিযোগ অস্বীকার করা হয়েছে ৷ পিএমও-র দাবি, গেহলত ওই অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারবেন না বলে জানিয়েছিলেন ৷ তাই তাঁর বক্তৃতা রাখা হয়নি ৷ তবে তিনি যদি আসেন, তাহলে অবশ্যই তাঁকে স্বাগত জানানো হবে ৷
রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলত টুইট করে এই অভিযোগ করেছেন ৷ তিনি লিখেছেন, "মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, আজ আপনি রাজস্থান সফর করবেন । আপনার অফিস পিএমও (প্রধানমন্ত্রীর কার্যালয়) সরকারি অনুষ্ঠান থেকে আমার পূর্বনির্ধারিত তিন মিনিটের ভাষণ সরিয়ে দিয়েছে, তাই আমি আপনাকে বক্তৃতার মাধ্যমে স্বাগত জানাতে পারব না । আমি এই টুইটের মাধ্যমে রাজস্থানে আপনাকে আন্তরিকভাবে স্বাগত জানাই ৷”
বক্তৃতা দেওয়ার সুযোগ পেলে তিনি প্রধানমন্ত্রীর সামনে কী দাবি তুলে ধরতেন, সেটাও টুইটারেই দিয়েছেন গেহলত ৷ তিনি লিখেছেন, সেনাবাহিনী থেকে অগ্নিবীর প্রকল্প তুলে নেওয়ার দাবি তুলতেন তিনি ৷ পাশাপাশি এ দিন টুইটের মাধ্যমে তিনি মনে করিয়ে দিতে চেয়েছেন যে গত ছ’মাসে এই নিয়ে সাতবার রাজস্থানে হাজির হতে চলেছেন প্রধানমন্ত্রী মোদি ৷
আরও পড়ুন:রাজেন্দ্রকে মন্ত্রিসভা থেকে অপসারণে গেহলতের পাশে রাজস্থান কংগ্রেস, পালটা সরব বিজেপি
এছাড়া রাজস্থানের মুখ্যমন্ত্রী জানিয়েছেন, তাঁর সরকার 21 লক্ষ কৃষকের 15 হাজার কোটি টাকার সমবায় ব্যাংকের ঋণ মকুব করেছে । এটিকে জাতীয়স্তরে ব্যাংকের ঋণ মকুবের আওতায় এনে এককালীন নিষ্পত্তির প্রস্তাব কেন্দ্রকে পাঠিয়েছে তাঁর সরকার, যাতে কৃষকদের অংশ পরিশোধের প্রস্তাব দেওয়া হয়েছে। এই দাবি পূরণ করার দাবি মোদির কাছে রেখেছেন অশোক গেহলত ৷ তিনি কেন্দ্রের কাছে দ্রুত এই সিদ্ধান্ত কার্যকর করারও দাবি জানিয়েছেন ৷
এদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এ দিন সিকারার ওই সরকারি সভা থেকে একাধিক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন ৷ তার মধ্যে রয়েছে 1.25 লক্ষ প্রধানমন্ত্রী কিষাণ সমৃদ্ধি ঘোষণা, ইউরিয়া গোল্ডের সূচনা, রাজস্থানের উদয়পুর, বাঁশওয়াড়া, প্রতাপগড় এবং দুঙ্গারপুর জেলায় অবস্থিত ছ’টি একলব্য মডেল আবাসিক স্কুলের উদ্বোধন যোধপুরের কেন্দ্রীয় বিদ্যালয় তিওয়ারি উদ্বোধন ।