লখিমপুর, 9 অক্টোবর : শেষমেশ হাজিরা দিলেন তিনি ৷ কাল ডিআইজিকে অপেক্ষায় রাখলেও আজ কেন্দ্রীয় মন্ত্রী অজয় মিশ্র টেনির (Union Minister Ajay Mishra) ছেলে আশিস মিশ্র (Ashish Mishra) লখিমপুরের (Lakhimpur) ক্রাইম ব্রাঞ্চে আসেন ৷ লখিমপুর কাণ্ডে জড়িত থাকার অভিযোগে গতকাল ফের পুলিশ সমন পাঠিয়েছিল তাঁকে ৷
তবে পুলিশ আধিকারিকেরা আশিস মিশ্রকে জিজ্ঞাসাবাদের বিষয়ে কোনও মন্তব্য করতে চাননি ৷ রাষ্ট্রমন্ত্রীর ছেলের পুলিশের কাছে হাজিরা দেওয়ার কথা ছিল শুক্রবার সকাল 10টায় ৷ কিন্তু তিনি আসেননি ৷ এরপর উত্তরপ্রদেশ পুলিশ শনিবার সকাল 11 টায় আসার কথা জানিয়ে ফের সমনের নোটিস পাঠায় অভিযুক্ত আশিস মিশ্রকে ৷
বৃহস্পতিবার লখিমপুর কাণ্ডে 2 জনকে গ্রেফতার করে পুলিশ ৷ সুপ্রিম কোর্টে দেশের প্রধান বিচারপতি (Chief Justice of India) এন ভি রামানার (N V Ramana) নেতৃত্বে 3 সদস্যের বেঞ্চে এই মামলার শুনানি শুরু হয় ৷ প্রধান বিচারপতি সরকারকে জিজ্ঞাসা করেন এই ঘটনায় কতজন অভিযুক্ত এবং তাদের মধ্যে কাকে কাকে গ্রেফতার করা হয়েছে ৷ সরকারের তরফে আইনজীবী এবিষয়ে বিস্তারিত তথ্য জানাতে আদালতের কাছে একদিন সময় চেয়ে নেন ৷ এরপর উত্তরপ্রদেশ পুলিশ শুক্রবার হাজিরার কথা জানিয়ে আশিস মিশ্র ও মন্ত্রী অজয় মিশ্রের বাড়ির দরজায় সমনের নোটিস সেঁটে দিয়ে আসে ৷