নয়াদিল্লি, 15 অগস্ট: অনেক হল 'আজাদি কা অমৃত মহোৎসব', 'হর ঘর তিরঙ্গা'-র উদযাপন ৷ 76তম স্বাধীনতা দিবসের সায়াহ্নে এসে এই খবর আপনাকে শিহরিত করবেই ৷ সমগ্র জাতির মেরুদণ্ডে ঠাণ্ডার চোরাস্রোত বইয়ে দিতে পারে ৷ কথা হচ্ছে ল্যান্স নায়েক (শহিদ) চন্দ্র শেখরের ৷ 29 মে, 1984 নিখোঁজকালে কর্তব্যরত ছিলেন পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক যুদ্ধক্ষেত্র হিসেবে পরিচিত সিয়াচেন হিমবাহে ৷ প্রবল তুষারঝড়ের কবলে পড়ে আত্মবলিদান করেছেন ল্যান্স নায়েক চন্দ্র শেখর ৷ পরিবার এতদিন জেনে এসেছিল এটাই ৷ কিন্তু হতবাক করে স্বাধীনতার 75 বর্ষপূর্তির পুণ্যলগ্নে এসে নিখোঁজ জওয়ানের নশ্বর দেহাবশেষের সন্ধান মিলল সম্প্রতি (Army finds remains of soldier 38 years after he went missing in Siachen) ৷
হ্যাঁ, স্তম্ভিত করে দেওয়ার মতো ঘটনাই বটে ৷ 38 বছর পর শহিদ চন্দ্রশেখরের দেহাবশেষ উদ্ধারের খবর জানানো হয়েছে ভারতীয় সেনার তরফে থেকে ৷ সোমবার ভারতীয় সেনার নর্দার্ন কম্যান্ড এ বিষয়ে বলেন, "29 মে, 1984 নিখোঁজের সময় প্রবল তুষারঝড়ের মধ্যে সিয়াচেনে কর্তব্যরত ছিলেন ৷" কীভাবে সম্ভব হল শহিদ জওয়ানের দেহাবশেষের সনাক্তকরণ ?