দেরাদুন, 25 সেপ্টেম্বর: অঙ্কিতা ভাণ্ডারী খুনের মামলায় (Ankita Bhandari Murder Case) এবার মুখ খুললেন মূল অভিযুক্ত পুলকিত আর্যর (Pulkit Arya) বাবা বিনোদ আর্য (Vinod Arya) ৷ এই ঘটনার জেরে ইতিমধ্যেই বিনোদকে দল থেকে বহিষ্কার করেছে বিজেপি ৷ পুলকিতকেও গ্রেফতার করা হয়েছে ৷ ভেঙে দেওয়া হয়েছে তাঁর রিসর্ট ৷ তবুও ছেলের বিরুদ্ধে কোনও কথা শুনতে রাজি নন বিনোদ ৷ রবিবার সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, "আমার ছেলে এমন কোনও কাজ করতেই পারে না ৷ ও খুব সাদাসিধে !"
অঙ্কিতা ভাণ্ডারীর খুনের ঘটনা নিয়ে তাঁর মতামত জানতে বিনোদের মুখোমুখি হয়েছিল একটি সর্বভারতীয় সংবাদমাধ্যম ৷ সেই সময়েই তিনি বলেন, "ও খুব সাদাসিধে ৷ শুধুমাত্র নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকে ৷ আমি আমার ছেলে পুলকিত এবং ওই নিহত তরুণী, দু'জনের জন্যই সুবিচার চাই ৷ আমার ছেলে কখনও এমন কোনও কাজ করতেই পারে না !" একইসঙ্গে, বিনোদ এও জানান যে দীর্ঘদিন ধরেই পুলকিত তাঁদের সঙ্গে থাকেন না ৷
আরও পড়ুন:অঙ্কিতা ভাণ্ডারি খুনে নয়া মোড়, মুখ্যমন্ত্রীর নির্দেশে ভাঙা হল ঋষিকেশের রিসর্ট
প্রসঙ্গত, 19 বছরের অঙ্কিতাকে জলে ডুবিয়ে খুনের অভিযোগ উঠেছে পুলকিত ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে ৷ সূত্রের দাবি, খুনের আগে অঙ্কিতাকে যে মারধর করা হয়েছিল, তার প্রমাণও মিলেছে ৷ কারণ, তাঁর শরীরে প্রচুর আঘাতের চিহ্ন মিলেছে ৷ এদিকে, অঙ্কিতার দেহ ময়নাতদন্তের পর তাঁর পরিবারের সদস্যদের হাতে তুলে দেওয়া হয় ৷ কিন্তু, তাঁরা দেহ সৎকার করতে অস্বীকার করেন ৷ পরিবারের তরফে সাফ জানিয়ে দেওয়া হয়, আগে ময়নাতদন্তের রিপোর্ট প্রকাশ্যে আনতে হবে ৷ তবেই তাঁরা দেহ সৎকার করবেন ৷ ঘটনার জেরে বহু মানুষ খুনির শাস্তির দাবিতে রাস্তায় নেমে বিক্ষোভ দেখাতে শুরু করেছেন ৷ এই প্রেক্ষাপটে বিনোদ আর্যর তাঁর ছেলে সম্পর্কে এমন বয়ান জনরোষ আরও বাড়াবে বলেই আশঙ্কা সংশ্লিষ্ট মহলের ৷
এদিকে, রাতারাতি অঙ্কিতের রিসর্ট কেন বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হল, সেই প্রশ্ন তুলেছেন অঙ্কিতার বাবা ৷ অঙ্কিতার এক ফেসবুক বন্ধুর মাধ্যমে জানা গিয়েছে, ওই রিসর্টে অতিথিদের সঙ্গে মহিলা কর্মীদের যৌন সম্পর্কে লিপ্ত হতে বাধ্য করা হত ৷ অঙ্কিতা তাতে রাজি হননি বলেই তাঁকে খুন করা হয়েছে বলে অভিযোগ ৷ এই অবস্থায় অঙ্কিতার বাবার দাবি, পুলকিতের অপরাধ ধামাচাপা দিতেই তড়িঘড়ি তাঁর রিসর্ট ভেঙে দেওয়া হয় ৷ উত্তরাখণ্ড সরকার আসলে প্রমাণ লোপাটের চেষ্টা করছে বলেও অভিযোগ করেছেন তিনি ৷ যদিও সরকার পক্ষের বক্তব্য, বেআইনি নির্মাণ হওয়ার কারণেই মুখ্যমন্ত্রীর নির্দেশে ওই রিসর্ট ভেঙে দেওয়া হয়েছে ৷