পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Delhi Shocker incident: ঘটনার দিন বান্ধবীর সঙ্গে ঝগড়া হয় অঞ্জলির, দিল্লির ঘটনায় নয়া তথ্য - দিল্লির কাঞ্ঝাওয়ালার ঘটনা

বর্ষবরণের রাতে দিল্লিতে এক দুর্ঘটনায় স্কুটি থেকে পড়ে মৃত্যু হয় অঞ্জলি (20) নামে এক তরুণীর ৷ অভিযোগ, তাঁর স্কুটিতে এসে ধাক্কা মারে একটি গাড়ি ৷ সেই গাড়ির চালক মদ্যপ অবস্থায় ছিল ৷ স্কুটি থেকে পড়ে ওই ঘাতক গাড়ির চাকায় আটকে যায় অঞ্জলির পোশাক ৷ সেই অবস্থাতেই তাঁকে প্রায় 14 কিমি হ্যাঁচড়াতে হ্যাঁচড়াতে নিয়ে যায় চালক (delhi kanjhawala case update)৷

ETV Bharat
দিল্লিতে তরুণী মৃত্যুর ঘটনায় নয়া তথ্য

By

Published : Jan 3, 2023, 7:41 PM IST

নয়াদিল্লি, 3 জানুয়ারি: দিল্লির কাঞ্ঝাওয়ালায় তরুণী মৃত্যুর ঘটনায় মঙ্গলবার সামনে এসেছে তাঁর ময়নাতদন্তের রিপোর্ট ৷ পুলিশ জানিয়েছে, ঘটনার দিন অঞ্জলির সঙ্গে কোনও যৌন হেনস্থার ঘটনা ঘটেনি ৷ মৃতার শরীরে যে ক্ষতচিহ্নগুলি পাওয়া গিয়েছে সেগুলি গাড়ির চাকায় আটকে থাকা অবস্থায় তাঁকে হ্যাঁচড়াতে হ্যাঁচড়াতে নিয়ে যাওয়ার ফলে তৈরি হয়েছে (Kanjhawala death case) ৷

অন্যদিকে, কাঞ্ঝাওয়ালার ঘটনায় আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে ৷ জানা গিয়েছে, ঘটনার দিন রাতে একটি হোটেলে অঞ্জলির সঙ্গে তাঁর বান্ধবী নিধির ঝগড়া হয় (Anjali had a fight with her friend at hotel) ৷ হোটেলের ম্যানেজের পুলিশকে এই তথ্য দিয়েছেন ৷ এরপরেই একটি স্কুটিতে করে ওই হোটেল থেকে বেরিয়ে যান অঞ্জলি ও নিধি ৷ মঙ্গলবারই একটি নতুন সিসিটিভি ফুটেজ সামনে এসেছে ৷ যেখানে দেখা যায়,অঞ্জলি ও তাঁর বান্ধবী স্কুটিতে উঠছেন (delhi kanjhawala case update) ৷ পুলিশ জানিয়েছে, অঞ্জলির ওই বান্ধবীর নাম নিধি ৷ সেদিন প্রথমে নিধিই স্কুটিটি চালাচ্ছিলেন ৷ পিছনের সিটে ছিলেন অঞ্জলি ৷ পরে তাঁরা স্থান বদলান ৷ অঞ্জলি যখন স্কুটি চালাচ্ছিলেন সেসময় ঘটে দুর্ঘটনা ৷ আহত অবস্থাতেই ওই এলাকা থেকে পালান নিধি (Delhi Shocker Incident)৷

আরও পড়ুন: চাকায় কিছু আটকে বুঝতে পেরেও গাড়ি থামায়নি চালক, কাঞ্ঝাওয়ালায় তরুণী মৃত্যুর ঘটনায় নয়া তথ্য

এই প্রসঙ্গে ওই হোটেলের ম্যানেজার বলেছেন, "অঞ্জলি ও নিধির মধ্যে কথা কাটাকাটি হয় সেদিন রাতে ৷ যখন আমি তাঁদের ঝগড়া করতে নিষেধ করি ৷ তখন তাঁরা নীচে নেমে যায় ৷ সেখানেও তাঁদের মধ্যে কথা কাটাকাটি হয় ৷ এরপরেই তাঁরা 2 জনে স্কুটিতে করে চলে যান ৷" পুলিশ সূত্রে খবর কয়েকজন যুবককে আটক করা হয়েছে, যাদের ওইদিন রাতে অঞ্জলি ও নিধির সঙ্গে ওই হোটেলে দেখা গিয়েছিল ৷ তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ৷

উল্লেখ্য, বর্ষবরণের রাতে দিল্লিতে ভয়াবহ ঘটনার মুখে পড়তে হয় অঞ্জলি ওই তরুণীকে ৷ পুলিশের বয়ান অনুযায়ী, স্কুটিতে করে যখন ওই তরুণী ও তাঁর বান্ধবী যাচ্ছিলেন সেসময়ে স্কুটিতে ধাক্কা মারে একটি গাড়ি ৷ এর জেরে পরে যান ওই তরুণী এবং তাঁর পোশাক আটকে যায় ওই গাড়ির চাকায় ৷ অভিযোগ, ওই অবস্থাতেই হ্যাঁচড়াতে হ্যাঁচড়াতে এই তরুণীকে কয়েক কিলোমিটার নিয়ে যায় গাড়ির চালক ৷ ঘটনার জেরে মৃত্যু হয় ওই তরুণীর ৷ অন্যদিকে, সেখান থেকে আহত অবস্থাতেই পালিয়ে যায় তাঁর বান্ধবী ৷

ABOUT THE AUTHOR

...view details