পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Covid update : 21 জুন থেকে করোনা কার্ফুতে শিথিলতা আনছে অন্ধ্রপ্রদেশ - কোভিড-19

21 জুন থেকে করোনা কার্ফুতে শিথিলতা আনছে অন্ধ্রপ্রদেশ ৷ শুক্রবার এই সিদ্ধান্ত ঘোষণা করেছে রাজ্য সরকার ৷ রাজ্য়ের করোনা পরিস্থিতি নিয়ে শুক্রবার একটি পর্যালোচনা বৈঠক করেন মুখ্যমন্ত্রী ওয়াই এস জগন্মোহন রেড্ডি ৷ সেই বৈঠকের পরই কার্ফুর সময়সীমা কমানোর সিদ্ধান্ত নেওয়া হয় ৷

Andhra to relax Covid curfew hours till 6 p.m. from June 21
Covid update : 21 জুন থেকে করোনা কার্ফুতে শিথিলতা আনছে অন্ধ্রপ্রদেশ

By

Published : Jun 18, 2021, 8:10 PM IST

অমরাবতী (অন্ধ্রপ্রদেশ), 18 জুন :21 জুন থেকে করোনা কার্ফুর নিয়মে কিছুটা শিথিলতা আনছে অন্ধ্রপ্রদেশ সরকার ৷ শুক্রবার রাজ্য়ের তরফে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে ৷ বলা হয়েছে, 21 জুন থেকে করোনা কার্ফুর সময়সীমা আরও চার ঘণ্টা কমানো হবে ৷ সকাল ছ’টা থেকে সন্ধে ছ’টা পর্যন্ত সময়কে কার্ফুর আওতায় বাইরে রাখা হবে ৷ এতদিন শিথিলতার এই সময়সীমা ছিল সকাল ছ’টা থেকে দুপুর দু’টো পর্যন্ত ৷

সরকারি সূত্রের খবর, রাজ্য়ের করোনা পরিস্থিতি নিয়ে শুক্রবার একটি পর্যালোচনা বৈঠক করা হয় ৷ সেখানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ওয়াই এস জগন্মোহন রেড্ডি ৷ সেই বৈঠকের পরই কার্ফুর সময়সীমা কমানোর সিদ্ধান্ত নেওয়া হয় ৷

তবে কার্ফুতে শিথিলতা আনলেও তাতে দোকানদার বা ব্যবসায়ীদের বাড়তি কোনও সুবিধা হবে না ৷ কারণ, বিকেল পাঁচটার মধ্য়েই রাজ্যের সর্বত্র সমস্ত দোকান বন্ধ করে দিতে হবে ৷ সরকারি বিবৃতিতে জানানো হয়েছে, সন্ধে ছ’টা বাজলেই গোটা রাজ্যে কার্ফু কার্যকর হয়ে যাবে ৷ এই বদলের পর প্রতিদিন রাজ্যে 12 ঘণ্টা করে কার্ফু এবং 12 ঘণ্টা করে শিথিলতা থাকবে ৷

আরও পড়ুন :উন্নাওয়ে কার্ফু ভেঙে সবজি বিক্রি, কিশোরকে পিটিয়ে খুনে অভিযুক্ত পুলিশ

এদিকে, করোনা কার্ফুর জেরে ইতিমধ্যেই করোনা পরিস্থিতির কিছুটা হলেও উন্নতি হয়েছে অন্ধ্রপ্রদেশে ৷ অন্তত এমনটাই দাবি করেছে রাজ্য প্রশাসন ৷ পূর্ব গোদাবরী জেলায় সংক্রমণের থাবা অত্যন্ত বেশি ছিল ৷ কিন্তু কার্ফুর ফলে সেখানে সংক্রমণের হারে কিছুটা রাশ টানা সম্ভব হয়েছে ৷

তথ্য বলছে, কার্ফু জারি হওয়ার পর থেকে এখনও পর্যন্ত প্রতিদিন পূর্ব গোদাবরী জেলায় প্রায় 1 হাজার নতুন আক্রান্তের সন্ধান মিলছে ৷ প্রসঙ্গত, এতদিন দক্ষিণের এই রাজ্যের জেলাগুলির মধ্যে পূর্ব গোদাবরী, পশ্চিম গোদাবরী এবং চিত্তুরে সবথেকে বেশি করোনা সংক্রমণের ঘটনা ঘটছিল ৷ সেই পরিস্থিতি সামাল দিতেই প্রশাসনকে কার্ফুর পথে হাঁটতে হয় ৷

আরও পড়ুন :কমছে করোনার সংক্রমণ, নাইট কার্ফু শিথিল করল গুজরাত

ইতিমধ্যে সরকারি অফিসগুলিকে রোজের সাধারণ সময় মতোই কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে ৷ তবে প্রয়োজনে তাতে পরিবর্তন আনা হতে পারে ৷ আপাতত গড়ে প্রতিদিন 6 হাজার নতুন করোনা আক্রান্তের খোঁজ মিলছে দক্ষিণের এই রাজ্যে ৷

ABOUT THE AUTHOR

...view details