অমরাবতী (অন্ধ্রপ্রদেশ), 18 জুন :21 জুন থেকে করোনা কার্ফুর নিয়মে কিছুটা শিথিলতা আনছে অন্ধ্রপ্রদেশ সরকার ৷ শুক্রবার রাজ্য়ের তরফে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে ৷ বলা হয়েছে, 21 জুন থেকে করোনা কার্ফুর সময়সীমা আরও চার ঘণ্টা কমানো হবে ৷ সকাল ছ’টা থেকে সন্ধে ছ’টা পর্যন্ত সময়কে কার্ফুর আওতায় বাইরে রাখা হবে ৷ এতদিন শিথিলতার এই সময়সীমা ছিল সকাল ছ’টা থেকে দুপুর দু’টো পর্যন্ত ৷
সরকারি সূত্রের খবর, রাজ্য়ের করোনা পরিস্থিতি নিয়ে শুক্রবার একটি পর্যালোচনা বৈঠক করা হয় ৷ সেখানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ওয়াই এস জগন্মোহন রেড্ডি ৷ সেই বৈঠকের পরই কার্ফুর সময়সীমা কমানোর সিদ্ধান্ত নেওয়া হয় ৷
তবে কার্ফুতে শিথিলতা আনলেও তাতে দোকানদার বা ব্যবসায়ীদের বাড়তি কোনও সুবিধা হবে না ৷ কারণ, বিকেল পাঁচটার মধ্য়েই রাজ্যের সর্বত্র সমস্ত দোকান বন্ধ করে দিতে হবে ৷ সরকারি বিবৃতিতে জানানো হয়েছে, সন্ধে ছ’টা বাজলেই গোটা রাজ্যে কার্ফু কার্যকর হয়ে যাবে ৷ এই বদলের পর প্রতিদিন রাজ্যে 12 ঘণ্টা করে কার্ফু এবং 12 ঘণ্টা করে শিথিলতা থাকবে ৷
আরও পড়ুন :উন্নাওয়ে কার্ফু ভেঙে সবজি বিক্রি, কিশোরকে পিটিয়ে খুনে অভিযুক্ত পুলিশ