নয়াদিল্লি, 24 মে : চোখ রাঙাচ্ছে ঘূর্ণিঝড় যশ ৷ বাংলা, ওড়িশা, অন্ধ্রপ্রদেশ উপকূলের উপরে দাপট দেখাবে এই ঘূর্ণিঝড় ৷ তার আগে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-সহ ওড়িশা, অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের উপরাজ্যপালের সঙ্গে আজই বৈঠকে বসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷ যশ মোকাবিলার প্রস্তুতি পর্যালোচনা করতে এই বৈঠক ৷
গতকাল যশ নিয়ে কেন্দ্রের সিনিয়র আধিকারিকদের সঙ্গে একদফা বৈঠক সেরেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ সেই বৈঠকে উপস্থিত ছিলেন অমিত শাহ ৷ ছিলেন জাতীয় বিপর্যয় ব্যবস্থাপনা কমিটির আধিকারিকরা ৷ এছাড়া টেলিকম, বিদ্যুৎ, অসামরিক বিমান বিভাগের সচিব এবং ভূবিজ্ঞানীদের সঙ্গেও প্রস্তুতি পর্যালোচনা করেন মোদি ৷