পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

New Parliament Inauguration:'মোদির দূরদর্শিতার প্রমাণ নয়া সংসদ ভবন', বিরোধীদের অনুষ্ঠান বয়কটকে গুরুত্বই দিলেন না অমিত শাহ - নয়া সংসদ ভবনের উদ্বোধন বয়কট বিরোধীদের

28 মে নতুন সংসদ ভবনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ কংগ্রেস, তৃণমূল কংগ্রেস-সহ 19টি বিরোধী দল জানিয়েছে তারা ওই অনুষ্ঠান বয়কট করবে ৷ তবে বিষয়টি নিয়ে রাজনীতি করা উচিত নয় বলে মন্তব্য করেছেন অমিত শাহ ৷

ETV Bharat
ফাইল ছবি

By

Published : May 24, 2023, 5:06 PM IST

নয়াদিল্লি, 24 মে: দেশের নতুন সংসদ ভবনের উদ্বোধনকে ঘিরে শুরু হয়েছে জোরদার বিতর্ক ৷ আগামী রবিবার, 28 মে নতুন সংসদ ভবনের উদ্বোধন করার কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৷ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে আমন্ত্রণ না জানিয়ে তাঁকে এড়িয়ে যেভাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে দিয়ে দেশের সংসদীয় রাজনীতির পিঠস্থানের নয়া ভবনের উদ্বোধন করা হচ্ছে তাতে প্রবল আপত্তি তুলেছে কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, সিপিএম-সহ দেশের 19টি রাজনৈতিক দল ৷ এই ঘটনাকে সংবিধানের অবমাননার হিসেবে তুলে ধরে 28 তারিখের অনুষ্ঠান বয়কটের সিদ্ধান্ত নিয়েছে এই রাজননৈতিক দলগুলি ৷ তবে এই বিষয়টিকে বিশেষ গুরুত্ব দিতে নারাজ কেন্দ্রের বিজেপি সরকার ৷ বুধবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সাংবাদিক বৈঠকেও সেই মনোভাবেই প্রকাশ পেয়েছে ৷

নয়া সংসদ ভবনের উদ্বোধনী অনুষ্ঠান বয়কট প্রসঙ্গে এদিন অমিত শাহ জানিয়েছেন, সরকার সব রাজনৈতিক দলকে ওই অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছে ৷ দলগুলি তাদের ইচ্ছামতো সিদ্ধান্ত নেবে তারা কী করবে ৷ নতুন সংসদ ভবনের উদ্বোধনী অনুষ্ঠানকে পুরনো ইতিহ্যের সঙ্গে নতুন ভারতের মেলবন্ধন বলে আখ্যা দিয়ে অমিত শাহর মন্তব্য, "রাজনীতি তার জায়গায় থাকুক, এই অনুষ্ঠানের সঙ্গে রাজনীতিকে মেশানো উচিত নয়" ৷ একইসঙ্গে অমিত শাহ এদিন জানিয়েছেন, নয়া সংসদ ভবন প্রধানমন্ত্রী মোদির দূরদর্শিতার প্রমাণ ৷ এই সংসদ ভবন নির্মাণের সঙ্গে জড়িত 60 হাজার নির্মাণকর্মীকেও 28 তারিখ সম্মান জানাবেন প্রধানমন্ত্রী ৷

এদিন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছেন, রবিবারের অনুষ্ঠানে নয়া সংসদ ভবনে স্থাপন করা হবে ঐতিহাসিক রাজদণ্ড বা সেঙ্গল ৷ লোকসভার স্পিকারের আসনের কাছেই সেটি স্থাপন করা হবে ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই সেঙ্গল গ্রহণ করবেন ৷ সোনায় মোড়া রূপোর তৈরি ওই রাজদণ্ড বা সেঙ্গলের ঐতিহাসিক গুরুত্বও এদিন ব্যাখ্যা করেছেন অমিত শাহ ৷

1947 সালের 14 অগস্ট রাতে ব্রিটিশরা যখন ভারতীয়দের হাতে ক্ষমতা হস্তান্তর করে সে সময় দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুর হাতে ওই রাজদণ্ডটি তুলে দেওয়া হয় ক্ষমতা হস্তান্তরের প্রতীক হিসেবে ৷ তামিলনাড়ুর থেকে দিল্লি নিয়ে যাওয়া হয়েছিল এই সেঙ্গলটি ৷ শাহ জানিয়েছেন, এতদিন এই ইতিহাস অনেকেরই জানা ছিল না ৷ কিন্তু প্রধানমন্ত্রী সিদ্ধান্ত নিয়েছেন এই রাজদণ্ডের গুরুত্ব ও ইতিহাস দেশবাসীর সামনে তুলে ধরার ৷ তামিল শব্দ 'সেনমাই' থেকে এসেছে এই সেঙ্গল শব্দটি ৷ এর অর্থ ন্যায়পরায়ণতা ৷ ওই রাজদণ্ডের মাথায় যে নন্দী রয়েছে সেটি ন্যায় বিচারের প্রতীক ৷

আরও পড়ুন: নতুন সংসদ ভবনের অনুষ্ঠান বয়কট! ঐক্যবদ্ধ কংগ্রেস-তৃণমূল সহ 19টি দল

ABOUT THE AUTHOR

...view details