নয়াদিল্লি, 24 মে: দেশের নতুন সংসদ ভবনের উদ্বোধনকে ঘিরে শুরু হয়েছে জোরদার বিতর্ক ৷ আগামী রবিবার, 28 মে নতুন সংসদ ভবনের উদ্বোধন করার কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৷ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে আমন্ত্রণ না জানিয়ে তাঁকে এড়িয়ে যেভাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে দিয়ে দেশের সংসদীয় রাজনীতির পিঠস্থানের নয়া ভবনের উদ্বোধন করা হচ্ছে তাতে প্রবল আপত্তি তুলেছে কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, সিপিএম-সহ দেশের 19টি রাজনৈতিক দল ৷ এই ঘটনাকে সংবিধানের অবমাননার হিসেবে তুলে ধরে 28 তারিখের অনুষ্ঠান বয়কটের সিদ্ধান্ত নিয়েছে এই রাজননৈতিক দলগুলি ৷ তবে এই বিষয়টিকে বিশেষ গুরুত্ব দিতে নারাজ কেন্দ্রের বিজেপি সরকার ৷ বুধবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সাংবাদিক বৈঠকেও সেই মনোভাবেই প্রকাশ পেয়েছে ৷
নয়া সংসদ ভবনের উদ্বোধনী অনুষ্ঠান বয়কট প্রসঙ্গে এদিন অমিত শাহ জানিয়েছেন, সরকার সব রাজনৈতিক দলকে ওই অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছে ৷ দলগুলি তাদের ইচ্ছামতো সিদ্ধান্ত নেবে তারা কী করবে ৷ নতুন সংসদ ভবনের উদ্বোধনী অনুষ্ঠানকে পুরনো ইতিহ্যের সঙ্গে নতুন ভারতের মেলবন্ধন বলে আখ্যা দিয়ে অমিত শাহর মন্তব্য, "রাজনীতি তার জায়গায় থাকুক, এই অনুষ্ঠানের সঙ্গে রাজনীতিকে মেশানো উচিত নয়" ৷ একইসঙ্গে অমিত শাহ এদিন জানিয়েছেন, নয়া সংসদ ভবন প্রধানমন্ত্রী মোদির দূরদর্শিতার প্রমাণ ৷ এই সংসদ ভবন নির্মাণের সঙ্গে জড়িত 60 হাজার নির্মাণকর্মীকেও 28 তারিখ সম্মান জানাবেন প্রধানমন্ত্রী ৷