পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Shah Slams China: ভারতের এক ইঞ্চি জমি দখলের সাহস কারও নেই, চিনকে হুঁশিয়ারি অমিত শাহের

অরুণাচল প্রদেশে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷ তিনি নাম না করে চিনকে কড়া বার্তা দিয়েছেন ৷ অন্যদিকে চিনও এই শাহী সফর সীমান্তে শান্তি বিঘ্নিত করবে বলে দাবি করেছে ৷

Shah Slams China
Shah Slams China

By

Published : Apr 10, 2023, 6:51 PM IST

নয়াদিল্লি, 10 এপ্রিল: ভারতের জমি যে কেউ দখল করে নেবে, সেই যুগ এখন অতীত ৷ এখন ভারতের জমির উপর চোখ তুলে তাকানোরও সাহস নেই কারও ৷ সোমবার অরুণাচল প্রদেশে দাঁড়িয়ে এই হুঁশিয়ারি দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷ একই সঙ্গে তিনি জানিয়েছেন, ভারতের এক ইঞ্চি জমিও কেউ দখল করতে পারবে না ৷

এখানে উল্লেখ করা প্রয়োজন, গত 2 এপ্রিল বেজিংয়ের তরফে অরুণাচল প্রদেশের 11টি এলাকাকে নিজেদের বলে দাবি করে ৷ তাদের পরিভাষায় ওই জায়গার নাম জ্যাংনান ৷ এদিন চিনের মুখপাত্র ওয়াং ওয়েনবিন জানান, এদিন সেই জ্য়াংনানে গিয়ে সীমান্ত এলাকার শান্তির পরিবেশ বিঘ্নিত করেছেন অমিত শাহ ৷ যদিও গত 4 এপ্রিলই চিনের দাবি খারিজ করে দিয়েছিল ভারত ৷ জানিয়েছিল যে ওই সমস্ত এলাকা অরুণাচল প্রদেশের অন্তর্গত ৷ তা ভারতেরই এলাকা ৷

সোমবার সেই কথাই আরও একবার শোনালেন অমিত শাহ ৷ আর সেটা তিনি এমন একটা জায়গায় দাঁড়িয়ে বললেন, যে এলাকাকে চিন নিজের বলে দাবি করছে ৷ কূটনৈতিক বিশেষজ্ঞদের মতে, এদিনের শাহী বার্তা আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে যথেষ্ট তাৎপর্যপূর্ণ ৷ তাছাড়া যে কর্মসূচির উদ্বোধনে তিনি অরুণাচলে গিয়েছেন, সেটাও চিনের প্রতি ভারতের একটি বার্তা বলেও মনে করেন অনেকে ৷

কারণ, কেন্দ্রীয় সরকারের তরফে সিকিম, উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ ও কেন্দ্রশাসিত অঞ্চলে একটি কর্মসূচি নেওয়া হয়েছে ৷ যার নাম দেওয়া হয়েছে ভাইব্র্যান্ট ভিলেজেস প্রোগ্রাম ৷ এই কর্মসূচিতে সীমান্তবর্তী গ্রামগুলির মানুষের জীবনযাপনের মান উন্নত করার উদ্যোগ নেওয়া হয়েছে কেন্দ্রের তরফে ৷ যে অঞ্চলগুলি বেছে নেওয়া হয়েছে, সেখানকার 19টি জেলার 46টি ব্লকের 2967টি গ্রামে এই কর্মসূচি পালন করা হবে ৷ এদিন অরুণাচল প্রদেশের কিবিতো গ্রাম থেকে তার সূচনা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ৷

একই সঙ্গে অরুণাচল প্রদেশের বাসিন্দাদের প্রশংসা করেছেন ৷ সীমান্তের গ্রামগুলির মানুষ চিনা আগ্রাসন রুখতে কীভাবে লড়াই করে, সেটাও তুলে ধরেছেন ৷ পাশাপাশি দাবি করেছেন, 2014 সালের আগে উত্তর পূর্ব ভারতে নিত্যদিন সমস্যা লেগে থাকত ৷ কিন্তু মোদি সরকারের লুক ইস্ট পলিসির জন্য এখন পরিস্থিতি একেবারে ভিন্ন ৷ তাই মানুষ এখন আর অরুণাচলে সীমান্তবর্তী গ্রামকে দেশের শেষ গ্রাম বলেন না ৷ বলেন দেশের প্রথম গ্রাম ৷

আরও পড়ুন:কেউ সমর্থন না করলেও ভারত নিজের অবস্থানে অনড়, চিনের সঙ্গে সীমান্ত ইস্যুতে নয়াদিল্লির বার্তা

ABOUT THE AUTHOR

...view details