নয়াদিল্লি, 3 অগস্ট:লোকসভায় বৃহস্পতিবার দিল্লি সংক্রান্ত অধ্যাদেশ বিবেচনা ও পাশের জন্য পেশ করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷ সংসদে ন্যাশনাল ক্যাপিটাল টেরিটরি অফ দিল্লি (সংশোধন) বিল 2023-এর বিষয়ে আলোচনায় স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ভারতের সংবিধানে এমন বিধান রয়েছে, যা কেন্দ্রকে দিল্লির জন্য আইন তৈরি করার অনুমতি দেয় । একই সঙ্গে এদিন আম আদমি পার্টি এবং দলের প্রধান অরবিন্দ কেজরিওয়ালকেও নাম না করে সংসদে দাঁড়িয়ে আক্রমণ শানান শাহ ৷
অমিত শাহ লোকসভায় বলেন, "এই অধ্যাদেশটি সুপ্রিম কোর্টের আদেশকে নির্দেশ করে বলে , দিল্লির জাতীয় রাজধানী অঞ্চল সম্পর্কিত যে কোনও বিষয়ে আইন প্রণয়নের অধিকার সংসদের রয়েছে ৷" তাঁর আরও সংযোজন, "সংবিধানে এমন বিধান রয়েছে যা কেন্দ্রীয় সরকারকে দিল্লির জন্য আইন তৈরি করার অনুমতি দেয় ৷" স্বরাষ্ট্রমন্ত্রী আপ সরকারকেও এদিন তীব্র আক্রমণ করেন ৷ তাঁর দাবি, 2015 সালে রাজধানী দিল্লিতে একটি নতুন দল ক্ষমতায় না আসা পর্যন্ত কেন্দ্রীয় সরকারের অধীনে দিল্লির প্রশাসনিক ব্যবস্থা ঠিকঠাক কাজ করছিল ।
শাহের কথায়, "পন্ডিত জওহরলাল নেহেরু, সর্দার প্যাটেল, রাজাজি, রাজেন্দ্র প্রসাদ এবং ডক্টর আম্বেদকর দিল্লিকে পূর্ণ রাজ্যের মর্যাদা দেওয়ার বিরোধিতা করেছিলেন ৷" কেজরিওয়াল সরকারের উপর আক্রমণ করে সংসদে অমিত শাহ বলেন, "আম আদমি পার্টির লক্ষ্য মানুষের জন্য কাজ করা নয়, বরং কেন্দ্রের সঙ্গে লড়াই করা ৷" তিনি মুখ্যমন্ত্রীর সরকারি বাংলো সংস্কার নিয়ে যে দুর্নীতির অভিযোগ উঠছে , সেই বিষয়টিকে তুলে ধরে আপ এবং অরবিন্দ কেজরিওয়ালকেও নিশানা করেন । অমিত শাহ বলেন, "2015 সালে, একটি দল দিল্লিতে ক্ষমতায় এসেছিল যার একমাত্র উদ্দেশ্য ছিল লড়াই করা, সেবা করা নয় ৷ আধিকারিকদের ট্রান্সফার পোস্টিং করার অধিকার পাচ্ছে না, এটা সমস্যা নয় ৷ আসলে তাদের বাংলো নির্মাণের মতো একাধিক দুর্নীতি আড়াল করার জন্য ভিজিল্যান্স বিভাগের নিয়ন্ত্রণ পাওয়াই মূল উদ্দেশ্য ৷"