পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

আগামী বছরের এপ্রিলের মধ্যেই সবক’টি রাফাল হাতে পাবে ভারত: রাজনাথ সিং

ফ্রান্সের কাছ থেকে 36টি রাফাল যুদ্ধবিমান কেনার কথা ভারতের৷ সেইমতো চুক্তিও হয়েছে দুই দেশের৷ ইতিমধ্যেই 11টি যুদ্ধবিমান হাতে পয়েছে ভারতীয় বায়ুসেনা৷ আগামী বছরের এপ্রিল মাসের মধ্যেই বাকি সবক’টিও পেয়ে যাবে তারা৷ সোমবার রাজ্যসভায় একথা জানান কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং৷

All Rafale jets to be inducted by April 2022: Rajnath
আগামী বছরের এপ্রিলের মধ্যেই সবক’টি রাফালে হাতে পাবে ভারত: রাজনাথ সিং

By

Published : Feb 8, 2021, 2:28 PM IST

দিল্লি, 8 ফেব্রুয়ারি : আগামী বছরের এপ্রিল মাসের মধ্যেই অনুমোদনপ্রাপ্ত সবক’টি রাফাল যুদ্ধবিমান ভারতীয় বায়ুসেনার অন্তর্ভুক্ত হয়ে যাবে ৷ সোমবার রাজ্যসভায় দাঁড়িয়ে একথা জানান কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং৷ এর মধ্যে চলতি বছরের মার্চ মাসের মধ্যেই আরও সাতটি রাফালে হাতে পাবে বায়ুসেনা৷ ইতিমধ্যেই 11টি রাফালে যুদ্ধবিমান বায়ুসেনা কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হয়েছে ৷

ভারতীয় বায়ুসেনার এক আধিকারিক এই প্রসঙ্গে বলেন, প্রথম দফায় গত বছরের 29 জুলাই পাঁচটি রাফাল ভারতের মাটি ছোঁয়৷ এরপর চলতি বছরের 27 জানুয়ারি আরও তিনটি বিমান হাতে পায় ভারতীয় বায়ুসেনা ৷ ফ্রান্স থেকে রওনা হওয়ার পর একটানা উড়ে 27 জানুয়ারি রাতে ভারতে আসে সেগুলি ৷ পরবর্তীতে আরও তিনটি রাফাল যোগ দেয় ভারতীয় বায়ুসেনায়৷ ভারতের পথে ওড়ার সময় ভাসমান অবস্থাতেই সফলভাবে বিমানে জ্বালানি ভরার কাজও সারা হয়৷

আরও পড়ুন:রাফালের অন্তর্ভুক্তি ঘুম কেড়েছে চিনের, দাবি ভারতীয় বায়ুসেনা প্রধানের

ফরাসি সংস্থার তৈরি এই যুদ্ধবিমান কিনতে ফ্রান্সের সঙ্গে 59 হাজার কোটি টাকার চুক্তি করেছে ভারত ৷ যার বিনিময়ে ভারতকে 36টি রাফালে তৈরি করে দেবে ফ্রান্স৷ তথ্য বলছে, রাফাল একটি 4.5 জেনারেশনের যুদ্ধবিমান৷ যারমধ্যে সমস্ত অত্যাধুনিক সমরাস্ত্র রয়েছে ৷ এর সবথেকে বড় সুবিধা হল, একবার উড়ান শুরুর পর এক নাগাড়ে অন্তত চারটি অভিযানে অংশ নিতে সক্ষম এই যুদ্ধবিমান৷

ABOUT THE AUTHOR

...view details