পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Meeting on Afghanistan Situation : আজ আফগানিস্তান পরিস্থিতি নিয়ে সর্বদলীয় বৈঠক, বিবৃতি দেবেন বিদেশমন্ত্রী - jaishankar

বৈঠকে থাকবেন অধীর রঞ্জন চৌধুরী ও মল্লিকার্জুন খাড়গে ৷ আজ বেলা 11 টায় নয়াদিল্লির সংসদ ভবনের প্রধান কমিটি কক্ষে বৈঠক হবে বলে জানা গিয়েছে ৷

আফগানিস্তান পরিস্থিতি নিয়ে আজ সর্বদলীয় বৈঠক
আফগানিস্তান পরিস্থিতি নিয়ে আজ সর্বদলীয় বৈঠক

By

Published : Aug 26, 2021, 8:07 AM IST

Updated : Aug 26, 2021, 9:36 AM IST

নয়া দিল্লি, 26 অগস্ট : কেন্দ্রের ডাকে আজ বেলা 11 টায় আফগানিস্তান পরিস্থিতি নিয়ে সর্বদলীয় বৈঠক ৷ বৈঠকে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর বর্তমান পরিস্থিতির কথা বিভিন্ন দলের প্রতিনিধিদের জানাবেন ৷ বিরোধী দলগুলি আফগানিস্তানের পরিস্থিতি নিয়ে কেন্দ্রকে বিবৃতি দিতে বলেছিল ৷ সেই সূত্রেই এই বৈঠক বলে মনে করা হচ্ছে ৷ বৈঠকে লোকসভার বিরোধী দলনেতা অধীর রঞ্জন চৌধুরী ও রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গে উপস্থিত থাকবেন বলে জানা গিয়েছে ৷

আজ বেলা 11 টায় নয়াদিল্লির সংসদ ভবনের প্রধান কমিটি কক্ষে সব দলের সাংসদদের আফগানিস্তানের বর্তমান পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত জানাবেন বিদেশমন্ত্রী ৷ ই-মেলের মাধ্যমে সকলকে বৈঠকে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে বলে জানা গিয়েছে ৷ মঙ্গলবার সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ যোশি টুইট করে আজকের এই সর্বদলীয় বৈঠকের কথা জানান ৷

আফগানিস্তানে আটকে থাকা ভারতীয়দের উদ্ধারের কাজ চালাচ্ছে দিল্লি ৷ প্রতিদিন কাবুলে দু'টি করে বিমান চলাচলের অনুমতি দেওয়া হয়েছে ৷ আফগানিস্তানে থাকা যে হিন্দু ও শিখরা সাহায্যপ্রার্থী, কেন্দ্র তাঁদেরও পাশে দাঁড়াবে বলে আশ্বস্ত করেছে ৷ 17 অগস্ট এই নিয়ে প্রধানমন্ত্রীর নেতৃত্বে বৈঠকে বসে নিরাপত্তা বিষয়ক ক্যাবিনেট কমিটি ৷ সে দেশে আটকে পড়া সব ভারতীয় আধিকারিকদের নিরাপদে উদ্ধার করা নিশ্চিত করতে নির্দেশ দেন তিনি ৷ বিদেশমন্ত্রকও আগেই জানিয়েছে, আফগানিস্তান থেকে প্রত্যেক ভারতীয় নাগরিককে নিরাপদে ফিরিয়ে আনতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ ৷

আরও পড়ুন :Afghanistan Unrest : আফগানিস্তানে 1 কোটি শিশুর কাছে শীঘ্রই পৌঁছতে হবে সাহায্য, জানাল ইউনিসেফ

Last Updated : Aug 26, 2021, 9:36 AM IST

ABOUT THE AUTHOR

...view details