নয়া দিল্লি, 26 অগস্ট : কেন্দ্রের ডাকে আজ বেলা 11 টায় আফগানিস্তান পরিস্থিতি নিয়ে সর্বদলীয় বৈঠক ৷ বৈঠকে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর বর্তমান পরিস্থিতির কথা বিভিন্ন দলের প্রতিনিধিদের জানাবেন ৷ বিরোধী দলগুলি আফগানিস্তানের পরিস্থিতি নিয়ে কেন্দ্রকে বিবৃতি দিতে বলেছিল ৷ সেই সূত্রেই এই বৈঠক বলে মনে করা হচ্ছে ৷ বৈঠকে লোকসভার বিরোধী দলনেতা অধীর রঞ্জন চৌধুরী ও রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গে উপস্থিত থাকবেন বলে জানা গিয়েছে ৷
আজ বেলা 11 টায় নয়াদিল্লির সংসদ ভবনের প্রধান কমিটি কক্ষে সব দলের সাংসদদের আফগানিস্তানের বর্তমান পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত জানাবেন বিদেশমন্ত্রী ৷ ই-মেলের মাধ্যমে সকলকে বৈঠকে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে বলে জানা গিয়েছে ৷ মঙ্গলবার সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ যোশি টুইট করে আজকের এই সর্বদলীয় বৈঠকের কথা জানান ৷