কাবুল, 15 অগস্ট : দু’দশক পর ফের তালিবান আতঙ্ক আফগানিস্তানে (Afghanistan) ৷ ইতিমধ্যেই তালিবান (Taliban)-রা কাবুল ঢুকে পড়েছে ৷ এই পরিস্থিতিতে আফগান রাষ্ট্রপতি আশরাফ ঘানি (Ashraf Ghani) কাবুল ছেড়ে চলে গিয়েছেন বলে টোলো নিউজের তরফে জানানো হয়েছে ৷ এই পরিস্থিতিতে কাবুলে অবস্থিত ভারতীয়দের দেশে ফেরাতে কাবুল পৌঁছেছিল এয়ার ইন্ডিয়া (Air India)-র বিমান ৷ কাবুল থেকে 129 জন ভারতীয়কে নিয়ে দিল্লিতে আজ রাতে পৌঁছায় এয়ার ইন্ডিয়ার ওই বিমান ৷
প্রসঙ্গত, আজ কাবুলে প্রায় এক ঘণ্টা দেরিতে অবতরণ করেছিল এয়ার ইন্ডিয়ার বিমান ৷ কারণ হিসেবে জানা গিয়েছে, আফগানিস্তানে চলতে থাকা এই অস্থির পরিস্থিতির জেরে আরও অন্যান্য রাষ্ট্রও তাঁদের নাগরিক এবং কূটনীতিকদের দেশে ফেরাতে শুরু করেছে ৷ ফলে কাবুল বিমানবন্দরে আন্তর্জাতিক বিমানের ওঠা নামা লেগেই রয়েছে ৷ কাবুল থেকে রওনা দেওয়ার পর রাতে 129 জন ভারতীয়কে নিয়ে দিল্লিতে অবতরণ করে এয়ার ইন্ডিয়ার বিমান ৷ আগে ভারত থেকে কাবুলে এয়ার ইন্ডিয়া 3টি বিমান সপ্তাহে যাতায়াত করত ৷ বর্তমান পরিস্থিতিতে সেই বিমান সংখ্যা সপ্তাহে 7টি করা হয়েছিল ৷
সূত্র মারফত পাওয়া খবর অনুযায়ী, ভারত আফগানিস্তানে পরিবর্তন হতে থাকা পরিস্থিতির দিকে লাগাতার নজর রেখে চলেছে ৷ তালিবানের কাবুল দখল করে নেওয়া এখন সময়ের অপেক্ষা ৷ এই পরিস্থিতিতে ভারতীয় দূতাবাস থেকে দ্রুত কূটনীতিকদের দেশে ফিরিয়ে আনার বিষয় সিদ্ধান্ত নিতে পারে নয়াদিল্লি ৷ ইতিমধ্যে মার্কিন দূতাবাস থেকে সেদেশের কূটনীতিকদের আমেরিকায় ফিরিয়ে নিয়ে যাওয়া হয়েছে ৷ আর তালিবানিরা কাবুলে প্রবেশ করতেই রাষ্ট্রপতি আশরাফ ঘানি আফগানিস্তান ছেড়ে চলে গেছেন বলে সংবাদ মাধ্যম টোলো নিউজের তরফে জানানো হয়েছে ৷