আগ্রা, 25 ডিসেম্বর: চিন-সহ কয়েকটি দেশে করোনা সংক্রমণ ফের বৃদ্ধি নিয়ে আতঙ্কের মধ্যেই চিন ফেরত উত্তরপ্রদেশের এক ব্যক্তির দেহে মিলল করোনা সংক্রমণের খোঁজ ৷ জানা গিয়েছে, আগ্রার শাহগঞ্জ এলাকার বাসিন্দা ওই ব্যবসায়ী 23 ডিসেম্বর চিন থেকে ফিরেছেন (Agra man tests Covid positive after returning from China)৷
জানা গিয়েছে, বাড়ি ফেরার পরে অসুস্থ বোধ করায় একটি বেসরকারি ল্যাবে করোনা পরীক্ষা করান ওই ব্যক্তি ৷ রবিবার তাঁর করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে ৷ তবে ওমিক্রনের উপপ্রজাতি বিএফ 7 দ্বারা ওই ব্যক্তি আক্রান্ত হয়েছেন কি না, তা এখনও পরিষ্কার নয় ৷ নমুনার জিনোম সিকোয়েন্সিং করতে লখনউ-এর কিং জর্জ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে পাঠানো হয়েছে (Agra man tests Covid positive) ৷
কোভিড আক্রান্ত ওই ব্যক্তির বাড়ি ইতিমধ্যেই সিল করে দেওয়া হয়েছে প্রশাসনের তরফে ৷ নিভৃতবাসে রয়েছেন ওই ব্যক্তি ৷ তাঁর সংস্পর্শে অন্য যে ব্যক্তিরা এসেছেন তাঁদের চিহ্নিত করে করোনা পরীক্ষা করানো হবে (Agra man tests Covid positive after China trip) ৷ আগ্রার মুখ্য স্বাস্থ্য আধিকারিক অরুণ কুমার শ্রীবাস্তব জানিয়েছেন, যাঁরা বিদেশ থেকে ফিরছেন 7 দিন তাঁদের উপর নজর রাখা হচ্ছে ৷ নিভৃতবাসে থাকতে বলা হয়েছে তাঁদের ৷ যদি কোনও উপসর্গ দেখা যায়, তাহলে তাঁদের করোনা পরীক্ষা করানো হবে ৷
আরও পড়ুন:মন কী বাত-এ মোদির মুখে করোনা সতর্কতা, দিলেন মাস্ক ব্যবহারের পরামর্শ
উল্লেখ্য, চিনে নতুন করে ছড়িয়েছে করোনা সংক্রমণ ৷ বিভিন্ন রিপোর্টে দাবি করা হচ্ছে চিনে লাগামহীনভাবে বাড়ছে এই সংক্রমণ ৷ চিনের পাশাপাশি জাপান, দক্ষিণ কোরিয়া, ব্রাজিলের মতো কয়েকটি দেশেও কোভিড গ্রাফ ফের ঊর্ধ্বমুখী ৷ এই পরিস্থিতিতে বিদেশ থেকে এদেশে আসা যাত্রীদের বিমানবন্দরে আরটি-পিসিআর পরীক্ষা করা হচ্ছে ৷ শনিবার স্বাস্থ্য মন্ত্রকের তরফে যে নির্দেশিকা জারি করা হয়েছে সেখানে বলা হয়েছে, চিন, জাপান, দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুর ও থাইল্যান্ড থেকে আসা যাত্রীদের করোনার আরটি-পিসিআর পরীক্ষা বাধ্যতামূলক ৷ শনিবার থেকেই দিল্লি, মুম্বই, হায়দরাবাদ, বেঙ্গালুরু, চেন্নাই, আমেদাবাদ, পুণে, গোয়া, ইন্দোরের বিমানবন্দরে আন্তর্জাতিক উড়ানের যাত্রীদের ব়্যানডাম করোনা পরীক্ষা শুরু হয়েছে ৷
ভারতে নতুন করে করোনা সংক্রমণ বাড়লে তা মোকাবিলা করতে রাজ্যগুলি কতটা প্রস্তুত তা খতিয়ে দেখতে আগামী মঙ্গলবার সবকটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের হাসপাতালে মকড্রিলের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র ৷ প্রয়োজনীয় অক্সিজেন সরবরাহ, স্বাস্থ্য পরিকাঠামো, বেড, পর্যাপ্ত স্বাস্থ্যকর্মীদের উপস্থিতির বিষয়গুলি এই মকড্রিলে খতিয়ে দেখা হবে ৷ রবিবার 'মন কী বাত' অনুষ্ঠান থেকেও সকলকে মাস্ক পরার ও হাত ধোয়ার মতো অভ্যেসগুলি ফের ফিরিয়ে আনার অনুরোধ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷