পিলিভিট (উত্তরপ্রদেশ), 14 ফেব্রুয়ারি : ধর্ষণ করতে না পেরে নাবালিকাকে ছাদ থেকে ফেলে দেওয়ার অভিযোগ ৷ ঘটনায় অভিযুক্ত প্রতিবেশী দুই যুবক ৷ শনিবার ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশে পিলিভিট জেলার জাহানাবাদে ৷ ঘটনায় অভিযুক্ত দুই যুবকের নাম অরবিন্দ এবং মহেন্দ্র ৷ গুরুতর জখম অবস্থায় ওই নাবালিকা হাসপাতালে ভরতি রয়েছে ৷
জাহানাবাদ পুলিশের তরফে জানানো হয়েছে, শনিবার ওই নাবালিকা বাড়িতে একা ছিল ৷ সেই সময় প্রতিবেশী দুই যুবক তার বাড়িতে যায় এবং সেখানে তাকে ছাদে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা করে ৷ কিন্তু, সেই সময় ওই নাবালিকার বাবা বাড়িতে চলে আসে ৷ তাঁকে বাড়িতে ঢুকতে দেখে, ওই দুই অভিযুক্ত ওই নাবালিকাকে ছাদ থেকে নিচে ফেলে দেয় ৷ নির্যাতিতার বাবা বাড়িতে এসে মেয়ে দেখতে না পেয়ে তাঁকে খুঁজতে শুরু করে ৷ তখনই অভিযুক্তদের একজনের ফোন তিনি তাঁর বাড়িতে খুঁজে পান ৷ তৎক্ষণাত ওই ব্যক্তি অভিযুক্ত যুবকের বাড়িতে গিয়ে মেয়ের খোঁজ করেন ৷ কিন্তু, ওই যুবক ও তার পরিবার নির্যাতিতার বাবাকে নিচু জাত বলে কথা শোনায় বলে অভিযোগ ৷ এরপরে বাড়ি ফিরে তিনি মেয়েকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন ৷