রায়বরেলি (উত্তরপ্রদেশ), 8 ফেব্রুয়ারি : রায়বরেলিতে সোনিয়া গান্ধি কেন আসেন না ? এই প্রশ্ন তুলে ফের একবার বিতর্ক উস্কে দিলেন রায়বরেলির বিদ্রোহী কংগ্রেস বিধায়ক অদিতি সিং ৷ দীর্ঘ সময় হয়ে গেলেও সোনিয়া গান্ধি তাঁর সংসদীয় নির্বাচনী কেন্দ্রে আসেন না ৷ এই অভিযোগ তুলে এবার সরব হয়েছেন তিনি ৷
প্রসঙ্গত, 2004 সালে লোকসভা নির্বাচনে অমেঠি কেন্দ্রের বদলে রায়বরেলি থেকে ভোটে দাঁড়ান সোনিয়া গান্ধি ৷ তখন থেকেই এই কেন্দ্রে একবারের জন্যও হারেননি কংগ্রেসের অন্তর্বর্তী সভাপতি ৷ তবে, গত পাঁচ বছরে সোনিয়া গান্ধি মাত্র 2 বার নিজের কেন্দ্রে গিয়েছেন ৷ তিনি সেখানকার লোকজনদের খোঁজ নেন এমন অভিযোগ করেছেন রায়বরেলির কংগ্রেস বিধায়ক অদিতি সিং ৷ ‘‘সোনিয়া গান্ধি শেষ পাঁচ বছরের সময়সীমায় ভোটে জিতে মাত্র 2 বার রায় বরেলিতে এসেছে ৷ 2019 লোকসভা ভোটের আগে মাত্র একবার নিজের মনোনয় জমা করতে এসেছিলেন ৷’’ সাংবাদিকদের এমনই জানান কংগ্রেসের এই বিধায়ক ৷