পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Sharad Pawar on Adani: আদানি ইস্যুতে জেপিসি চান না বলেও অবস্থান বদলের ইঙ্গিত শরদের - Supreme Court Adani Issue Committee News

আদানি গোষ্ঠীকে নিয়ে একটি সাক্ষাৎকার ঘিরে ফের ঝড় উঠল দেশের রাজনীতিতে ৷ প্রবীণ নেতা তথা এনসিপি প্রধান শরদ পাওয়ার বৈদ্যুতিন সংবাদমাধ্যমে জানান, আদানির বিরুদ্ধে যৌথ সংসদীয় কমিটির প্রয়োজন নেই ৷ সুপ্রিম কোর্টেই আস্থা রাখছেন তিনি ৷ একদিনের মধ্যেই নিজের মত বদল করলেন প্রবীণ নেতা ৷

Adani Issue
শরদ পাওয়ার

By

Published : Apr 8, 2023, 10:50 AM IST

Updated : Apr 8, 2023, 11:00 AM IST

নয়াদিল্লি, 8 এপ্রিল:আদানি ইস্যুতে 24 ঘণ্টার মধ্যেই অবস্থান বদল করলেন মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী শরদ পাওয়ার ৷ একটি বৈদ্যুতিন সংবাদমাধ্যমে শুক্রবার তিনি দাবি করেন, শিল্পপতি গৌতম আদানি বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্তে যুগ্ম সংসদীয় কমিটির প্রয়োজন নেই ৷ কারণ সুপ্রিম কোর্ট এ বিষয়টি খতিয়ে দেখছে ৷ এই বক্তব্য নিয়ে চর্চা শুরু হওয়ার পরই শনিবার সকালে অবস্থান বদল করেন শরদ।

সাক্ষাৎকারে ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি প্রধানের দাবি ছিল, আদানি গোষ্ঠী স্রেফ শর্ট সেলার হিন্ডেনবার্গের নিশানার শিকার ৷ তারা সুপরিকল্পিত ভাবে এই রিপোর্টটি সামনে এনেছে । এই সাক্ষাৎকার সম্প্রচারের একদিন পর অর্থাৎ শনিবারই এনসিপি প্রধান ফের বললেন, "আমি আদানি গোষ্ঠীর বিরুদ্ধে জেপিসি তদন্তের সম্পূর্ণরূপে বিরোধিতা করছি না ৷ কিন্তু সুপ্রিম কোর্টের কমিটি তদন্ত করলে, তা আরও কার্যকর হবে ৷ যুগ্ম সংসদীয় কমিটি বা জেপিসিতে 21 জন সদস্য থাকলে, তার মধ্যে 15 জনই শাসকদলের এবং বাকি 6 জন বিরোধীদের ৷ এর কারণ সংসদে শাসকদলের সদস্য সংখ্যা বেশি ৷ তাতে এই কমিটির বৈধতা নিয়ে সন্দেহ তৈরি হতে পারে ৷"

এর প্রতিক্রিয়ায় কংগ্রেস অবশ্য জানিয়েছে, তাদের মিত্র দলটি এমন দাবি করলেও 19টি বিরোধী দল আদানি ইস্যুতে জয়েন্ট পার্লামেন্টারি কমিটি বা জেপিসি গঠন নিয়ে একমত ৷ তারা মনে করে এই শিল্প গোষ্ঠীর বিরুদ্ধে আনা অভিযোগগুলি সত্য এবং দেশের বর্তমান অর্থনৈতিক অবস্থায় তা গুরুতর ৷ বক্তব্য থেকেই স্পষ্ট এখনই আদানি ইস্যু নিয়ে আগামিদিনে আবারও আন্দোলনে নামবে কংগ্রেস ।

শিল্পপতি গৌতম আদানি প্রসঙ্গে কী বলেছেন শরদ পাওয়ার ?

সাক্ষাৎকারে শরদ পাওয়ার বলেন, "কেউ একটা বিবৃতি দিয়েছে ৷ আর তা নিয়ে দেশে হইচই পড়ে গিয়েছে ৷ কে এই ইস্যুটা তুলেছে, রিপোর্ট প্রকাশ করেছে, তা নিয়ে ভাবার প্রয়োজন বোধ করা হয়নি ৷ যারা এই বিবৃতি প্রকাশ করেছে, তার নামও আমরা শুনিনি ৷ এর প্রেক্ষাপট কী ? শুধু ইস্যুটা সামনে আসতেই দেশজুড়ে তুলকালাম কাণ্ড বেঁধে গেল ৷ এর ফলে দেশের অর্থনীতি প্রভাবিত হয়েছে ৷ আমরা এটা এড়িয়ে যেতে পারি না ৷ মনে হচ্ছে যেন কেউ আদানি গোষ্ঠীকে টার্গেট করেছে ৷"

জেপিসি বা যুগ্ম সংসদীয় কমিটির বিরোধিতা করে প্রবীণ নেতা জানান, আদানি গোষ্ঠীর ইস্যুতে তদন্তের দাবি তুলেছে বিরোধীরা ৷ সুপ্রিম কোর্ট এ বিষয়ে তদন্তের জন্য একটি কমিটি গঠন করেছে ৷ তার শীর্ষে রয়েছেন সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি ৷ এছাড়া বিশেষজ্ঞ, প্রশাসনিক কর্তা এবং অর্থনীতিবিদরাও আছেন সেই কমিটিতে ৷ তাদের একটি নির্দেশিকা দেওয়া হয়েছে ৷ নির্দিষ্ট সময়ের মধ্যে সর্বোচ্চ আদালত এই কমিটিকে রিপোর্ট জমা দিতে নির্দেশ দিয়েছে ৷

আরও পড়ুন: বিদেশ বিনিয়োগ টানতেও কারচুপি আদানির, সরব মহুয়া মৈত্র

বিরোধীরা এই সংসদীয় কমিটির অধীনে তদন্তের দাবি তুলেছে ৷ এ প্রসঙ্গে শরদ পাওয়ার বলেন, "আজ সংসদে শাসকদল সংখ্যাগরিষ্ঠ ৷ আর তদন্তের দাবিটা শাসকদলের বিরুদ্ধে ৷ সংসদীয় কমিটিকে শাসকদলের বিরুদ্ধে তদন্ত করতে হবে ৷ এদিকে তারাই সংখ্যায় সবচেয়ে বেশি ৷ এরকম হলে সত্যটা কী করে সামনে আসবে ? দেশের সর্বোচ্চ আদালত এই বিষয়টি দেখলে সেখানে কোনও প্রভাব খাটানো যাবে না ৷ তাতে সত্যটা সামনে আসার সুযোগ থাকবে ৷ যখন সুপ্রিম কোর্ট তদন্ত কমিটির কথা ঘোষণা করেছে, তখন আর জেপিসি-র প্রয়োজন নেই ৷"

প্রসঙ্গত, 2 মার্চ সুপ্রিম কোর্ট একটি ছ'সদস্যের কমিটি গঠন করে ৷ এর প্রধান সর্বোচ্চ আদালতের অবসরপ্রাপ্ত বিচারপতি এএম সাপ্রে ৷ দেশের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়, বিচারপতি নরসিমহা এবং বিচারপতি জে বি পারদিওয়ালার বেঞ্চ কেন্দ্রীয় সরকার, অর্থনৈতিক নিয়ন্ত্রক সংস্থাগুলি এবং সেবির চেয়ারপার্সনকে সবরকম সহযোগিতার করার নির্দেশ দিয়েছে ৷ দু'মাসের মধ্যে এই কমিটিকে রিপোর্ট জমা দিতে হবে ৷ যদিও কংগ্রেস সুপ্রিম কোর্টে এই তদন্ত কমিটিতে সন্তুষ্ট হয়নি ৷ তাদের দাবি এই প্যানেল আদানি গোষ্ঠীকে ক্লিন চিট দেবে ৷

আরও পড়ুন: আদানি ইস্যুতে কমিটি গড়ল সুপ্রিম কোর্ট, দু’মাসের মধ্যে রিপোর্ট পেশের নির্দেশ

Last Updated : Apr 8, 2023, 11:00 AM IST

ABOUT THE AUTHOR

...view details