পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Chautala Passes Class 10th : জেলে বসে স্কুল পাশ হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রীর, উচ্ছ্বসিত 'দশভি' অভিনেতা অভিষেক-নিমরত

অভিষেক বচ্চন, নিমরত কৌরের ‘দশভি’র বাস্তব সংস্করণ ৷ 87 বছর বয়সে বার্ধক্যজনতি সব রকম বাধা উপেক্ষা করে দ্বাদশ শ্রেণির পরীক্ষায় পাশ করলেন হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী (Abhishek-Nimrat congratulates OP Chautala) ৷

OP Chautala News
87 বছর বয়সে স্কুলের গণ্ডি পেরোলেন ওমপ্রকাশ চৌটালা

By

Published : May 11, 2022, 10:45 AM IST

মুম্বই, 11 মে : রিল এবং রিয়েলের এক আশ্চর্য সমাপতন ৷ 87 বছর বয়সে নজির গড়েছেন ওমপ্রকাশ চৌটালা ৷ হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রায় নব্বই ছুঁইছুঁই বয়সে এসে দশম এবং দ্বাদশ শ্রেণি উত্তীর্ণ হয়েছেন তিনি ৷ নিজের শেষ সিনেমা ‘দশভি’র সঙ্গে যার মিল খুঁজে পেয়েছেন অভিষেক বচ্চন ৷ নিজের টুইটারে প্রাক্তন মুখ্যমন্ত্রীর সাফল্যের খবর শেয়ার করে নিজের সিনেমার প্রসঙ্গও টেনেছেন জুনিয়র বচ্চন ৷

গত এপ্রিলে নেটফ্লিক্সে মুক্তি পেয়েছিল ‘দশভি’ ৷ অভিষেক বচ্চন অভিনীত ওই সিনেমার গল্প এক মুখ্যমন্ত্রীকে নিয়ে ৷ তাঁর জেল হেফাজত হয় ৷ জেলকুঠুরীর মধ্যে নিজেকে পড়াশোনায় ডুবিয়ে দেন তিনি ৷ জেলার এবং সহবন্দিদের সহযোগিতায় দশম শ্রেণি উত্তীর্ণ হন ৷ রুপোলি পর্দায় দেখানো ওই গল্পের সঙ্গেই বাস্তবের মিল খুঁজে পেয়েছেন তিনি ৷ গত বছরেই তিনি দ্বাদশ শ্রেণির পরীক্ষায় অংশ নিয়েছিলেন চৌটালা । ওই পরীক্ষায় উত্তীর্ণ হলেও দশম শ্রেণির ইংরেজি পরীক্ষায় উত্তীর্ণ হতে না পারায় এতদিন তাঁর মার্কশিট আটকে রাখা হয়েছিল ৷ শেষ পর্যন্ত ইন্ডিয়ান ন্যাশনাল লোকদলের প্রতিষ্ঠাতা রাজ্যের ওপেন বোর্ড থেকে দশম শ্রেণির ইংরেজি পরীক্ষায় 100-তে 88 নম্বর পেয়েছেন।

আরও পড়ুন : 86 বছর বয়সে দশম শ্রেণির পরীক্ষায় উত্তীর্ণ হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী

2008 সালে সিবিআই আদালত দ্বারা ‘জুনিয়র বেসিক টিচার’ নিয়োগ কেলেঙ্কারিতে দোষী সাব্যস্ত হন তিনি ৷ 2013 সালে তাঁকে 10 বছরের জন্য কারাদণ্ড দেয় আদালত ৷ তিহার জেলে বসেই শিক্ষাগত যোগ্যতার মান বাড়িয়ে ফেলেছেন তিনি ৷ অভিষেক ছাড়াও তাঁর এই সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ করেছেন দশভি সিনেমার অভিনেত্রী নিমরত কৌরও ৷

চৌটালার পরীক্ষা পাশে 14 বছরের মালকিতের অবদান রয়েছে ৷ নবম শ্রেণির এই ছাত্রটি চৌটালাকে পরীক্ষায় লিখে দিয়ে সাহায্য করেছিল ৷ বয়সের কারণে আর হাতে চোটের জন্যে চৌটালা বোর্ডের তরফে এমন একজনকে চেয়েছিলেন, যে তাঁর হয়ে পরীক্ষায় লিখে দেওয়ার কাজটা করে দেবে ৷ মালকিত সেটা করেছে ৷

চৌটালা এর আগেও একবার দশম শ্রেণির পরীক্ষায় পাশ করেছেন ৷ তখন তাঁর বয়স 82 বছর ৷ 2017-য় ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওপেন স্কুল (National Institute of Open School) থেকে উর্দু, বিজ্ঞান, সোশ্যাল স্টাডিজ আর ভারতীয় সংস্কৃতি এবং হেরিটেজ বিষয়ে 53.40 শতাংশ নম্বর পেয়ে দশম শ্রেণির পরীক্ষায় উত্তীর্ণ হন তিনি ৷

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details