পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

MCD Standing Committee Poll: রাতভর তাণ্ডব, ভাঙল মাইক; বিজেপির বিরুদ্ধে ব্যালট বক্স চুরির অভিযোগ - Manish Sisodia

মেয়র নির্বাচন হয়েছে ৷ এরপর স্ট্যান্ডিং কমিটির সদস্য নির্বাচন ঘিরে আপ ও বিজেপি নেতাদের মধ্যে হাতাহাতি হওয়ার জোগাড় ৷ হাউজের মধ্যের সেই ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে (MCD Standing Committee Poll Chaos) ৷

MCD Standing Committee Poll
দিল্লি পৌরনিগমে ধুন্ধুমার কাণ্ড

By

Published : Feb 23, 2023, 9:51 AM IST

নয়াদিল্লি, 23 ফেব্রুয়ারি: বিজেপি কাউন্সিলররা ব্যালট বক্স চুরি করেছেন । এমনই অভিযোগ তুলল আম আদমি পার্টি ৷ বৃহস্পতিবার স্ট্যান্ডিং কমিটির সদস্য নির্বাচন ছিল ৷ তাতে গেরুয়া শিবিরের বিরুদ্ধে এই অভিযোগ করেছে আপ ৷ সেই সময় নবনির্বাচিত আপ মেয়র শেলি ওবেরয় হাউজের চেয়ারে ছিলেন ৷ তাঁর উপস্থিতিতেই সারারাত কার্যত ধুন্ধুমার কাণ্ড চলে হাউজের মধ্যে ৷ চিৎকার চ্যাঁচামেচি, আধ খাওয়া ফল থেকে কাগজ ছোড়াছুড়ি, মাইক ভেঙে ফেলা, সব মিলিয়ে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি ৷ এই অবস্থার একটি ভিডিয়ো সামাজিক মাধ্যমে ছড়িয়ে দিয়েছে আপ ৷ সেখানে দেখা যাচ্ছে বিজেপি কাউন্সিলর ব্যালট বক্স নিয়ে ওয়েলে থাকা তাঁর দলের সদস্যদের দিকে ছুড়ে দিচ্ছেন ৷

এ নিয়ে দিল্লির উপ-মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া টুইট করেন, "17 বছর ধরে দিল্লি পৌরনিগম বিজেপির দখলে ছিল ৷ তারা দিল্লিবাসীকে লুঠ করেছে ৷ আর এখন তারা হেরে গিয়ে স্ট্যান্ডিং কমিটি নির্বাচনের ব্যালট বক্সটাও লুঠ করছে ৷ গুন্ডারাজ চালাচ্ছে বিজেপি ৷" আরেক আপ বিধায়ক আতিশি সিং (AAP leader and MLA Atishi Singh) হাউজের মধ্যে তুলকালাম কাণ্ডের একটি ভিডিয়ো পোস্ট করেন ৷ তিনি লেখেন, গুন্ডারাজের আরেকটা উদাহরণ ৷ "বিজেপি কাউন্সিলররা স্ট্যান্ডিং কমিটির নির্বাচন করতে দিতে চাইছে না ৷ বন্ধ করতে তারা ব্যালট বক্স চুরি করছে ৷ বিজেপি এই নির্বাচন নিয়ে এত ভয় পাচ্ছে কেন ? "

একজন টুইটার ব্যবহারকারী একটি ভিডিয়ো পোস্ট করেছেন ৷ তাতে দেখা যাচ্ছে বিজেপি মেয়র পদপ্রার্থী রেখা গুপ্তা ও তাঁর সঙ্গে অন্য মহিলা কাউন্সিলররা মেয়রের মাইক ভেঙে দিচ্ছেন ৷ পোডিয়াম তুলে আছড়ে ফেলছেন ৷ যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি ইটিভি ভারত ৷

আরও পড়ুন: আপের শেলি ওবেরয় জয়ী দিল্লির মেয়র নির্বাচনে

অন্যদিকে, এর জবাবে বিজেপি ভিডিয়ো পোস্ট করেছে ৷ যেখানে আপ এবং বিজেপি নেতাদের মধ্যে হাতাহাতি হওয়ার জোগাড় ৷ দলের জাতীয় সহ সভাপতি বৈজয়ন্ত জয় পাণ্ডা লিখেছেন, "ঠকবাজ আম আদমি আসলে নৈরাজ্য়বাদী ৷ দিল্লি পৌরনিগমের নির্বাচনে গুন্ডাগিরি করছে ৷ তারপর বিজেপির ঘাড়ে দোষ চাপাচ্ছে ৷ যাতে স্ট্যান্ডিং কমিটি নির্বাচন না-হয় তাই এইসব কাণ্ড করছে ৷"

বুধবার রাতে আপ ও বিজেপি- দুই শিবিরই নিজেদের মধ্যে গণ্ডগোল বাধে ৷ তারা এমসিডি হাউজের মধ্যেই একে অপরের দিকে প্লাস্টিক বোতল থেকে শুরু করে আধখাওয়া ফল ছোড়াছুড়ি করতে থাকে ৷ দু'পক্ষই একে অন্যকে দায়ী করে ৷ দিল্লি পৌরনিগমের সদ্য মেয়র শেলি ওবেরয় অভিযোগ করেছেন, পৌরনিগমের 6 সদস্যের স্ট্যান্ডিং কমিটি নির্বাচনের সময় তাঁর উপরেও হামলা চালানোর চেষ্টা হয়েছে ৷

ABOUT THE AUTHOR

...view details