পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Online Game Addiction: পাবজি গেমে আসক্তি! মানসিক স্বাস্থ্যের অবনতি 15 বছরের কিশোরের - রাজস্থানের আলওয়ার

অনলাইন গেমে আসক্ত হয়ে মানসিক স্বাস্থ্যের অবনতি 15 বছরের কিশোরের ৷ পাবজি, ফ্রি-ফায়ারের মতো গেম খেলতে খেলতে অসুস্থ হয়ে পড়েছে রাজস্থানের আলওয়ারের বাসিন্দা ওই কিশোর ৷ মোবাইল গেমে আসক্তি থেকে এখন তার হাত অনবরত কাঁপতেই থাকছে ৷ মানসিক স্বাস্থ্যেরও হয়েছে অবনতি ৷

Etv Bharat
পাবজি খেলায় আসক্তি! মানসিক স্বাস্থ্যের অবনতি কিশোরের

By

Published : Jul 12, 2023, 8:03 PM IST

Updated : Jul 12, 2023, 10:01 PM IST

পাবজি খেলায় আসক্তি! মানসিক স্বাস্থ্যের অবনতি কিশোরের

আলওয়ার (রাজস্থান), 12 জুলাই: চার্লি চ্যাপলিনের মর্ডান টাইমস দেখেছেন নিশ্চই ? চার্লি কারখানার নাটবল্টু টাইট করার কাজে এতটাই আসক্ত হয়ে পড়েছিল যে, নাট-বল্টু মতো যা দেখতো তাই টাইট করতে দৌঁড়াত ৷ আপনাকে জানাব রাজস্থানের আলওয়ারের এক 15 বছরের কিশোরের কথা ৷ চ্যাপলিনের সঙ্গে এই কিশোরের মিল জানেন কোথায় ? তা হল কোনও কাজ করার আসক্তিতে ৷ এই কিশোর 15 ঘণ্টা ধরে মোবাইলে গেমে এতটাই আসক্তি হয়ে পড়েছিল যে, সে হারিয়েছে তার মানসিক স্থিতি ৷ মোবাইলে পাবজি গেম খেলার মতোই এখন তার হাত অনবরত কাঁপতে থাকে ৷ এখনও সে বিস্কুটের প্যাকেটাও ঠিকভাবে ধরতে পারে না ৷

পাবজি ও ফ্রি-ফায়ার-এর মতো অনলাইন গেম একটি 15 বছরের কিশোর ভবিষ্যৎ টেনে নিয়ে গিয়েছে অন্ধকারে ৷ পাবজির প্রতি নেশার কারণে আজ বাড়ি থেকে দূরে মানসিক কেয়ার সংস্থায় চিকিৎসা চলছে কিশোরের ৷ ঘটনাটি ঘটেছে রাজস্থানের আলওয়ারে ৷ জানা গিয়েছে, কিশোর প্রতিদিন প্রায় 15 ঘণ্টা ফোনের মধ্যে পাবজি গেমে মত্ত থাকত ৷ টানা 6 মাস এই ভাবেই খেলতে থাকে সে ৷ যার করুণ পরিণতি আজ দেখতে পাচ্ছেন তার বাবা-মা ৷ পরিবার সূত্রে জানা গিয়েছে, ক্লাস সেভেনের ছাত্র ছিল ওই কিশোর ৷ বাবা-মা দুজনেই দিনমজুরির কাজ করেন ৷ বিপদেআপদে দরকারের জন্য ঘরে একটি ফোন রাখা ছিল ৷ কিন্তু সেই ফোনে ফ্রি-ফায়ার, পাবজি খেলা শুরু করে ওই কিশোর ৷

বাড়িতে বাবা-মা বকলে, বারবার পালিয়ে যেত ঘর ছেড়ে ৷ কখনও বন্ধুর বাড়ি আবার কখনও আত্মীয়দের বাড়ি ৷ কিশোরের মা বলেন, "প্রায় সময়ই তাঁর থেকে ফোন নিয়ে নেওয়া হত ৷ বকাবকি করলে কিছুক্ষণের জন্য খেলা বন্ধ রাখত ৷ কিন্তু আমরা কাজে বেরিয়ে গেলেই আমার ফোন নিয়ে খেলা শুরু করত ৷ মাঝে মধ্যে রাত 2টো 3টের সময়ও ঘুম ছেড়ে খেলায় মত্ত থাকত ৷ এই করতে করতে প্রথমে চোখের সমস্যা শুরু হয়েছিল তাঁর ৷ সেটা থেকে সেরে উঠতেই মানসিক স্বাস্থ্য বিঘ্নিত হয়েছে ছেলের ৷"

এরপরেই কিশোরটিকে বিশেষ কেয়ারের জন্য কাছের গ্রামেই এক স্বেচ্ছাসেবী সংস্থায় নিয়ে যাওয়া হয় ৷ সেখানে বিশেষ শিক্ষক ভবানি শর্মা বলেন, "যখন কিশোরকে এখানে আনা হয়েছিল, তার অবস্থা খুব খারাপ ছিল ৷ পাবজি খেলতে না দিলে, সে খেত না ৷ তার হাত অনবরত মোবাইলে গেম খেলার মোশনের মতো কাঁপতে থাকে ৷ চিকিৎসা চলছে ৷ পুরোপুরি স্বাভাবিক হতে এই কিশোরের দেড় বছরের বেশি সময় লাগবে বলে মনে হচ্ছে ৷"

আরও পড়ুন: অনলাইন গেম খেলতে গ্রাহকদের টাকা চুরি ! হাজতে ব্যাংক আধিকারিক

তিনি আরও বলেন, "এই ধরণের খেলা বাচ্চাদের মনের উপর প্রচণ্ড প্রভাব ফেলে ৷ এই গেমে একবার হারলে, এখনকার বাচ্চারা তা মেনে নিতে পারে না ৷ অনেকে এই গেমে হারার কারণে আত্মহত্যা পর্যন্ত করে নেয় ৷ আমরা কিশোরের স্বাস্থ্যের দিকে সবরকম খেয়ার রাখছি ৷ পড়াশোনার পাশাপাশি নানা রকম বুদ্ধিদীপ্ত খেলার মাধ্যমে তাকে তার আগের জীবন ফিরিয়ে দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছি আমরা ৷"

Last Updated : Jul 12, 2023, 10:01 PM IST

ABOUT THE AUTHOR

...view details