পঞ্জাব, 23 মার্চ : ব্য়াপক হারে করোনা বেড়ে যাওয়ায় যুব সম্প্রদায়ের উপর আরও বেশি করে করোনা টিকা দেওয়ার অনুরোধ করলেন পঞ্জাবের মুখ্য়মন্ত্রী অমরিন্দর সিং ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে তিনি আবেদন করেছেন, পঞ্জাবে করোনা আক্রান্তদের 81 শতাংশ ইউকে স্ট্রেনে আক্রান্ত হয়েছেন ৷ তাই এই সমস্য়া থেকে মুক্তির জন্য় যুব সম্প্রদায়কে আরও বেশি পরিমাণে ভ্য়াকসিন দিতে হবে ৷
করোনার টিকা প্রসঙ্গে অমরিন্দর সিং প্রধানমন্ত্রীকে জানিয়েছেন, ব্রিটেন দাবি করেছে কোভিশিল্ডের টিকা করোনার ইউকে স্ট্রেনের জন্য় অত্য়ন্ত কার্যকরী ৷ সেকারণে যুব সম্প্রদায়কে যেন কোভিশিল্ড টিকা দেওয়া হয় ৷
আরও পড়ুন- গত 24 ঘণ্টায় দেশে সংক্রমিত 40 হাজারের বেশি
পঞ্জাবের 401 টি স্য়াম্পেলের জিনোম সিকোয়েন্সিং করা হয় ৷ টেস্টের রিপোর্ট আসার পর দেখা যায়, 81 শতাংশের ক্ষেত্রে বি117 ভাইরাস রয়েছে ৷ মূলত গত বছরের নভেম্বর থেকে করোনার বি 117 ভাইরাসটি ছড়াচ্ছে ৷ এটি করোনার ইউকে স্ট্রেনের এক প্রকার ভাইরাস ৷
পঞ্জাবের মুখ্য়মন্ত্রীর অফিস থেকে একটি প্রেস রিলিজ দিয়ে জানানো হয়েছে, পঞ্জাবে যে হারে করোনা বাড়ছে তা খুবই চিন্তার ৷ এই সমস্য়া থেকে সমাধানের একমাত্র উপায় গণহারে টিকাকরণ ৷ প্রধানমন্ত্রীর কাছে পঞ্জাবের মুখ্য়মন্ত্রী আবেদন করেছেন যাতে রাজ্যের বেশি সংখ্য়ক মানুষের মধ্য়ে টিকা দেওয়া সম্ভব হয় ৷ কারণ সংক্রমণ ঠেকানোর একমাত্র উপায় আরও বেশি করে টিকারকরণ ৷