ডোডা (জম্মু), 28 অক্টোবর : বাস দুর্ঘটনায় প্রাণ হারালেন 9 জন ৷ আর আহত 15 ৷ দুর্ঘটনাটি ঘটেছে জম্মু-কাশ্মীরের সুই গৌরি (Sui Gowrie) অঞ্চলে ৷ একটি মিনি বাস ডোডা (Doda) থেকে যাত্রী নিয়ে থাত্রির (Thathri) দিকে যাওয়ার পথে পিছলে গিয়ে খাদে পড়ে যায় ৷ উদ্ধারকাজ চলছে বলে জানিয়েছেন ডোডার অতিরিক্ত এসপি ৷
খাদে পড়ে বাসটি দুমড়ে মুচড়ে যায় ৷ 8 জন ঘটনাস্থলেই প্রাণ হারান ৷ আরেকজন হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মারা যান ৷ আহত 7 জনকে বিশেষ চিকিৎসার জন্য বিমানে উড়িয়ে জম্মুর সরকারি হাসপাতালে (Government Medical College, GMC) নিয়ে যাওয়া হয়েছে ৷ ডোডার সরকারি হাসপাতালে বাকিদের চিকিৎসা চলছে ৷