পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

কৃষক আন্দোলন : সংসদে রাষ্ট্রপতির ভাষণের উপর আলোচনার জন্য বরাদ্দ 15 ঘণ্টা - রাজ্যসভা

রাজ্যসভায় কৃষক আন্দোলন নিয়ে বিতর্ক চায় বিরোধী রাজনৈতিক দলগুলি৷ সেই দাবি মেনে রাষ্ট্রপতিকে ধন্যবাদজ্ঞাপন প্রক্রিয়ায় অতিরিক্ত সময় বরাদ্দ করা হয়েছে৷ বিরোধীদের দাবি মেনে সরকারপক্ষ এতে সায় দেওয়ায় খুশি অবিজেপি সাংসদরা৷

5 extra hours added to discussion on President's address to allow raising of farm issues
কৃষক আন্দোলন নিয়ে বিতর্কের জন্য বরাদ্দ অতিরিক্ত পাঁচ ঘণ্টা

By

Published : Feb 3, 2021, 3:36 PM IST

Updated : Feb 3, 2021, 3:49 PM IST

দিল্লি, 3 ফেব্রুয়ারি : নয়া তিন কৃষি আইনের বিরোধিতায় কৃষকদের আন্দোলন নিয়ে সংসদে বিতর্কের অনুমতি দেওয়ায় রাষ্ট্রপতিকে ধন্যবাদজ্ঞাপনের প্রক্রিয়ায় অতিরিক্ত পাঁচ ঘণ্টা বরাদ্দ করা হল৷

কোরোনা পরিস্থিতিতে যাবতীয় স্বাস্থ্যবিধি মেনেই প্রতিদিন পাঁচ ঘণ্টার জন্য বসছে রাজ্যসভার অধিবেশন ৷ চেয়ারম্যান ভেঙ্কাইয়া নায়ডু জানান, বুধবার থেকে শুরু হয়েছে প্রশ্নোত্তর পর্ব, জিরো আওয়ার এবং প্রাইভেট মেম্বার বিজনেস৷ যার জন্য বরাদ্দ হয়েছে 15 ঘণ্টা৷ সেখানেই রাষ্ট্রপতিকে ধন্যবাদজ্ঞাপন নিয়ে আলোচনা করা হবে৷

সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ জোশি এই প্রসঙ্গে বলেন, ‘‘রাষ্ট্রপতিকে ধন্যবাদজ্ঞাপনের প্রক্রিয়ায় অতিরিক্ত সময় সংযোজনের বিষয়ে সকলেই সহমত হয়েছেন৷’’

মন্ত্রী জানান, এই সিদ্ধান্ত কার্যকর করতে বুধ ও বৃহস্পতিবারের প্রশ্নোত্তর পর্ব এবং বৃহস্পতিবারের জিরো আওয়ার থেকে সময় ধার্য করা হয়েছে৷ পাশাপাশি, শুক্রবারের প্রাইভেট মেম্বার বিজনেসের জন্য বরাদ্দ সময়কেও এই কাজে ব্যয় করা হবে৷

আরও পড়ুন:কোরোনা পরিস্থিতির সঠিক মোকাবিলা করেছে কেন্দ্রীয় সরকার: রাষ্ট্রপতি

বিরোধী দলনেতা তথা কংগ্রেস সাংসদ গুলাম নবি আজাদ জানান, 18 থেকে 19টি বিরোধী দল কৃষক আন্দোলন নিয়ে রাজ্যসভায় বিতর্ক করতে চায় ৷ রাষ্ট্রপতিকে ধন্যবাদজ্ঞাপন প্রক্রিয়ার আগেই সেই বিতর্ক শুরু করতে চায় তারা ৷ কিন্তু সরকারের দাবি, বিধিমাফিক এটা করা সম্ভব নয়৷ এই পরিস্থিতিতে অতিরিক্ত পাঁচ ঘণ্টা বরাদ্দ করতে হয়েছে বিতর্ক চালিয়ে যাওয়ার জন্য৷ সরকার পক্ষ বিরোধীদের এই দাবি মেনে নেওয়ায় খুশি কংগ্রেস সাংসদ৷

Last Updated : Feb 3, 2021, 3:49 PM IST

ABOUT THE AUTHOR

...view details