বিকানের, 22 মার্চ : খেলতে খেলতে কন্টেনারে ঝাঁপ। দুর্ঘটনায় মৃত্যু পাঁচ শিশুর। রাজস্থানের বিকানেরের ঘটনা ৷ মৃতদের নাম- শিবরাম(4), রবিনা(7), রাধা (5), পুণম (8) এবং মালি ৷
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল বিকালে বিকানেরের হিম্মতসার গ্রামে খেলছিল ওই পাঁচ শিশু ৷ সেখানে একটি ফাঁকা কন্টেনার রাখা ছিল ৷ খেলতে খেলতে তাতে ঝাঁপ দেয় তারা ৷ তারপরেই বন্ধ হয়ে যায় কন্টেনারটির দরজা ৷ তাই আর উঠে আসতে পারেনি ৷ শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু হয় তাদের।