পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

মহারাষ্ট্রে গাড়ি দুর্ঘটনায় 4 জনের মৃত্যু - সেনগাঁও

মহারাষ্ট্রের সেনগাঁও থেকে জিনটুর যাওয়ার পথে ওই গাড়িটি একটি নির্মীয়মাণ সেতুর নিচে গর্তে পড়ে যায় ৷ ঘটনাটি এক বাইক আরোহীর নজরে আসে ৷ তিনি তৎক্ষণাৎ আশেপাশের লোকজনকে ডাকতে শুরু করেন ৷ সবাই মিলে গর্তে পড়ে যাওয়া গাড়ি থেকে 4 যাত্রীকে উদ্ধার করেন ৷

4-killed-as-car-plunges-into-ditch-at-under-construction-bridge-in-maharashtra
মহারাষ্ট্রে গাড়ি দুর্ঘটনায় 4 জনের মৃত্যু

By

Published : Jun 14, 2021, 3:36 PM IST

হিঙ্গোলি (মহারাষ্ট্র), 14 জুন : মহারাষ্ট্রের হিঙ্গোলি জেলায় গাড়ি দুর্ঘটনায় মৃত্য়ু হল চার জনের ৷ একটি নির্মীয়মাণ সেতুর নিচে গর্তে গিয়ে গাড়িটি পড়ে যায় ৷ হিঙ্গোলি জেলার সেনগাঁওতে দুর্ঘটনাটি ঘটেছে ৷ গাড়িতে থাকা চারজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁদের মৃত ঘোষণা করেন ৷ মৃত 4 জনের পরিচয় জানা যায়নি ৷

আজ মহারাষ্ট্রের সেনগাঁও থেকে জিনটুর যাওয়ার পথে ওই গাড়িটি একটি নির্মীয়মাণ সেতুর নিচে গর্তে পড়ে যায় ৷ ঘটনাটি এক বাইক আরোহীর নজরে আসে ৷ তিনি তৎক্ষণাৎ আশেপাশের লোকজনকে ডাকতে শুরু করেন ৷ সবাই মিলে গর্তে পড়ে যাওয়া গাড়ি থেকে 4 যাত্রীকে উদ্ধার করেন ৷ স্থানীয় সেনগাঁও হাসপাতালে তাঁদের নিয়ে যাওয়া হয় ৷ সেখানে চিকিৎসকরা তাঁদের মৃত ঘোষণা করেন ৷

আরও পড়ুন : মুম্বইয়ের জলছবি

সেনগাঁও থেকে জিনটুর ব্যস্ত রাস্তা ৷ সেখানে গত কয়েকদিন ধরে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে ওই অঞ্চলে লাগাতার বৃষ্টি হয়েই চলেছে ৷ ফলে ওই রাস্তা দিয়ে গত কয়েকদিন ধরে যাতায়াত করা কার্যত অসম্ভব হয়ে পড়েছিল ৷ তার মধ্যে সেখানে একটি সেতু তৈরির কাজও চলছে ৷ ফলে বৃষ্টির জল জমে ওই গর্তটি দেখা যাচ্ছিল না ৷ অভিযোগ উঠেছে নির্মাণের কাজ চলাকালীন সেখানে পথচলতি লোকজনকে সাবধান করতে কোনও সাইন বোর্ড ছিল না ৷ আর সেই কারণেই এই দুর্ঘটনাটি ঘটেছে বলে অভিযোগ স্থানীয়দের ৷

ABOUT THE AUTHOR

...view details