নয়াদিল্লি, 17 অগস্ট:মণিপুর ইস্যুতে প্রধানমন্ত্রীকে তীব্র আক্রমণ করলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ৷ আর দিল্লি বিধানসভায় মণিপুর নিয়ে আলোচনার বিরুদ্ধে প্রতিবাদ করার জেরে চার জন বিজেপি বিধায়ককে মার্শাল দিয়ে বের করে দেওয়ার অভিযোগও উঠেছে ৷ অন্যদিকে, মণিপুর নিয়ে আলোচনা করতে গিয়ে মোদিকে আক্রমণ করে অরবিন্দ কেজরিওয়াল বলেন, "মানুষ রোজ প্রধানমন্ত্রীকে মনে করেন না ৷ যখন সব সিস্টেম ব্যর্থ হয় তখন মানুষ প্রধানমন্ত্রীকে ডাকেন ৷ আর প্রধানমন্ত্রী সব দেখেও মুখ ঘুরিয়ে রাখছেন ৷ কোথায় যাবে ওই মেয়েরা ?"
বৃহস্পতিবার দিল্লি বিধানসভায় মণিপুর ইস্যুতে আলোচনা করে সরকার পক্ষ ৷ আপ বিধায়ক দুর্গেশ পাঠক উত্তর-পূর্ব রাজ্যের হিংসা নিয়ে আলোচনা শুরু করার পরই হাউসে বিজেপি বিধায়করা প্রতিবাদে সোচ্চার হয়ে ওঠে ৷ আপ-এর পালটা বিজেপি জানায়, দিল্লি সম্পর্কিত বিষয়গুলি হাউসে বিতর্ক করা উচিত । যা নিয়ে তীব্র হট্টগোল বেঁধে যায় বিধানসভায় ৷ বিজেপি বিধায়কদের উদ্দেশে ডেপুটি স্পিকার রাখি বিড়লা বলেন, "বিজেপি বিধায়করা মনে করেন মণিপুরের ঘটনা বিধানসভায় আলোচনা করার মতো বিষয় নয়? উত্তরপ্রদেশ বিধানসভাতেও মণিপুর ইস্যু নিয়ে আলোচনা হয়েছে ।"