নয়াদিল্লি, 22 মে : দিল্লির বসন্ত বিহারের একটি বাড়ি থেকে শনিবার উদ্ধার হয়েছে তিন মহিলার দেহ ৷ মৃতরা হলেন এক মাঝবয়সী মহিলা ও তাঁর দুই মেয়ে (3 Bodies recovered from Flat in Delhi Vasant Vihar) ৷ ফ্ল্যাটকে গ্যাস চেম্বারে পরিণত করে তিনজনে আত্মঘাতী হয়েছেন বলে পুলিশের অনুমান ৷
দিল্লি পুলিশের ডিসিপি দক্ষিণ-পশ্চিম জানিয়েছেন, শনিবার ফোন আসে পুলিশের কাছে বসন্ত বিহার এলাকার একটি আবাসন থেকে ৷ ফোনে বলা হয় যে ওই ফ্লাটের একটি ঘর বন্ধ রয়েছে ভেতর থেকে, ডাকলেও কেউ সাড়া দিচ্ছে না ৷ এরপরই পুলিশ গিয়ে দরজা ভেঙে তিনজনকে উদ্ধার করে ৷ মৃত মহিলার নাম মঞ্জু ও তাঁর দুই মেয়ের নাম আশিকা ও অঙ্কু ৷ ওই বাড়ির পরিচারিকা কমলা তাদের চিহ্নিত করেছেন ৷
ওই সোসাইটির সভাপতি এম ডেভিড জানান, পরিবারটি তাদের ঘরকে গ্যাস চেম্বার বানিয়ে ফেলেছিল ৷ চারিদিকে দরজা, জানালা বন্ধ করে ঘরে গ্যাসের নব অর্ধেক খুলে রেখে ও একটি কয়লার হালকা আঁচ জালিয়ে রেখেছিল ৷ যার ফলে সারা ঘর কার্বন মনোক্সাইডে ভরে গিয়েছিল ৷ এমনকী দরজা, জানালা ছিল পলিথিন দিয়ে আটকানো ছিল ৷