নান্দেদ (মহারাষ্ট্র), 2 অক্টোবর:সরকারি হাসপাতালে প্রয়োজনীয় ওযুধের অভাবে 24 ঘণ্টায় মৃত্যু হল 24 জনের ৷ মৃতদের মধ্যে রয়েছে 12 নবজাতক ৷ বিচলিত করার মতো এই ঘটনা ঘটেছে মহারাষ্ট্রের নান্দেদের সরকারি হাসপাতালে ৷ এই বিষয়টি প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা ৷ কাঠগড়ায় মহারাষ্ট্রের বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকার ৷ সরকারি হাসপাতালগুলির পরিকাঠামো ও স্বাস্থ্য ব্যবস্থা নিয়েও উঠছে প্রশ্ন ৷
এই ঘটনা প্রসঙ্গে ওই হাসপাতালটির ডিন শঙ্কর রাও চহ্বান জানিয়েছেন, মৃত 12 নবজাতকের মধ্যে 6 পুত্র সন্তান ও 6 কন্যা সন্তান ছিল ৷ বাকি 12 জনের মৃত্যু হয়েছে নানা রোগে, সাপের কামড়েও প্রাণ হারিয়েছেন কয়েকজন ৷ হাসপাতালের বহু স্বাস্থ্যকর্মী অন্যত্র ট্রান্সফার হয়ে যাওয়ায় এই হাসপাতালে চিকিৎসা পরিষেবে ব্যহত হচ্ছে বলে স্বীকার করেছেন তিনি ৷ এই হাসপাতালে পর্যাপ্ত ওষুধের অভাব রয়েছে বলেও অভিযোগ করেছেন রোগী ও মৃতদের পরিবারবর্গ ৷ জানা গিয়েছে, এই ঘটনার প্রেক্ষিতে প্রশাসনের তরফে তদন্তের নির্দেশও দেওয়া হয়েছে ৷