পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Trikut Ropeway Accident : ত্রিকূটে ভয়াবহ রোপওয়ে দুর্ঘটনা, মৃত 2 ; 2500 ফিট উপরে ঝুলছেন 32 জন

দেওঘরে ত্রিকূট রোপওয়ে দুর্ঘটনার পর উদ্ধার কাজ চলছে । ইতিমধ্যেই উদ্ধার করা হয়েছে দুই মহিলার মৃতদেহ (Ropeway Accident) ৷ উদ্ধার করা হয়েছে 4টি ট্রলিতে আটকা থাকা 16 জনকে ৷

Ropeway Accident
মৃত দুই, 2500 ফিট উপরে ঝুলছে 48 জন

By

Published : Apr 11, 2022, 11:27 AM IST

Updated : Apr 11, 2022, 1:40 PM IST

দেওঘর, 11 এপ্রিল : ত্রিকূট পাহাড়ে ভয়াবহ রোপওয়ে দুর্ঘটনা ৷ বায়ুসেনার তত্ত্বাবধানে উদ্ধারকাজ চললেও উচ্চতা বেশি হওয়ায় উদ্ধার কাজে সমস্য়া হচ্ছে ৷ ইতিমধ্যেই উদ্ধার করা হয়েছে দুই মহিলার মৃতদেহ ৷ উদ্ধার করা হয়েছে 4টি ট্রলিতে আটকা থাকা 16 জনকেও ৷ প্রায় 18 ঘণ্টা কেটে যাওয়ার পরেও এখনও 32 জন 8টি ট্রলিতে ঝুলছেন । ঘটনাস্থলে পৌঁছেছে বিপর্যয় মোকাবিলা বাহিনী, সেনা এবং স্থানীয় পুলিশ (Ropeway Accident in Trikut) ।

বায়ূসেনার তরফে জানা গিয়েছে, রোপওয়েতে আটকে পড়া পর্যটকদের নামাতে উদ্ধারকারী হেলিকপ্টার ট্রলির কাছে পৌঁছেও ফিরে আসে । কারণ বাতাসে ঝুলে থাকা 8টি ট্রলি থেকে লোকজনকে বের করার কোনও উপায় নেই । উচ্চতা বেশি হওয়ার কারণে মাটি থেকে দেখা যাচ্ছে মাত্র 3টি ট্রলিকে ৷ ইতিমধ্যে উদ্ধারকার্যে নেমেছে এমআই-17 হেলিকপ্টার ৷ যদিও ট্রলির খুব কাছেই বড় বড় পাথর রয়েছে, যার সঙ্গে হেলিকপ্টারেরও সংঘর্ষের আশঙ্কা রয়েছে ।

আরও পড়ুন : রানওয়েতে পিছলে দু‘টুকরো বিমান, প্রাণরক্ষা কর্মীদের

অন্যদিকে প্রায় 18 ঘণ্টা কেটে যাওয়ার পরেও প্রায় আড়াই হাজার ফিট উচ্চতা থেকে ঝুলছেন 32 জন ৷ প্রয়োজনীয় খাবার বা জল ছাড়াই দীর্ঘক্ষণ থাকায় অনেকে অসুস্থও হয়ে পড়েছেন । ফলে যত দ্রুত সম্ভব প্রত্যেককে উদ্ধার না করা গেলে মৃতের সংখ্যা বাড়বে বলেই ধারণা উদ্ধারকারীদের ৷

Last Updated : Apr 11, 2022, 1:40 PM IST

ABOUT THE AUTHOR

...view details