দেওঘর, 11 এপ্রিল : ত্রিকূট পাহাড়ে ভয়াবহ রোপওয়ে দুর্ঘটনা ৷ বায়ুসেনার তত্ত্বাবধানে উদ্ধারকাজ চললেও উচ্চতা বেশি হওয়ায় উদ্ধার কাজে সমস্য়া হচ্ছে ৷ ইতিমধ্যেই উদ্ধার করা হয়েছে দুই মহিলার মৃতদেহ ৷ উদ্ধার করা হয়েছে 4টি ট্রলিতে আটকা থাকা 16 জনকেও ৷ প্রায় 18 ঘণ্টা কেটে যাওয়ার পরেও এখনও 32 জন 8টি ট্রলিতে ঝুলছেন । ঘটনাস্থলে পৌঁছেছে বিপর্যয় মোকাবিলা বাহিনী, সেনা এবং স্থানীয় পুলিশ (Ropeway Accident in Trikut) ।
বায়ূসেনার তরফে জানা গিয়েছে, রোপওয়েতে আটকে পড়া পর্যটকদের নামাতে উদ্ধারকারী হেলিকপ্টার ট্রলির কাছে পৌঁছেও ফিরে আসে । কারণ বাতাসে ঝুলে থাকা 8টি ট্রলি থেকে লোকজনকে বের করার কোনও উপায় নেই । উচ্চতা বেশি হওয়ার কারণে মাটি থেকে দেখা যাচ্ছে মাত্র 3টি ট্রলিকে ৷ ইতিমধ্যে উদ্ধারকার্যে নেমেছে এমআই-17 হেলিকপ্টার ৷ যদিও ট্রলির খুব কাছেই বড় বড় পাথর রয়েছে, যার সঙ্গে হেলিকপ্টারেরও সংঘর্ষের আশঙ্কা রয়েছে ।