নয়াদিল্লি, 9 নভেম্বর: এশিয়ার সবচেয়ে ভালো বিশ্ববিদ্যালয়গুলির তালিকায় নাম উঠল 19টি ভারতীয় বিশ্ববিদ্যালয়ের ৷ 'কিউএস এশিয়া ইউনিভার্সিটিজ' (QS Asia Universities Ranking) 2022-23 তালিকায় এশিয়া মহাদেশের 200টি বিশ্ববিদ্যালয়ের নাম রয়েছে ৷ এর মধ্যে ইন্ডিয়ান ইনস্টিটউট অফ টেকনোলজি বোম্বের (Indian Institute of Technology, Bombay) ব়্যাঙ্কিং 40, কলকাতা বিশ্ববিদ্যালয় ও যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ব়্যাঙ্কিং যথাক্রমে 181 ও 182 ৷ তবে তালিকার অন্তর্ভুক্ত 8টি ভারতীয় বিশ্ববিদ্যালয় আগের বছরের তুলনায় এবছর তাদের ব়্যাঙ্কিংয়ে উন্নতি করেছে (19 Indian universities make it to top 200 in QS Asia Universities Ranking 2023) ৷
মঙ্গলবার ইন্টারন্যাশনাল ব়্যাঙ্কিং এজেন্সি (International Ranking Agency, Quacquarelli Symonds) কিউএস এশিয়া ইউনিভার্সিটিজ, 2023 প্রকাশিত করে ৷ একটি বিবৃতিতে তারা জানিয়েছে, এ বছর 200টি সবচেয়ে ভালো এশিয় বিশ্ববিদ্যালয়ের মধ্যে রয়েছে- আইআইটি বম্বে (40), আইআইটি দিল্লি (46), আইআইএসসি ব্যাঙ্গালোর (52), আইআইটি মাদ্রাজ (53), আইআইটি খড়্গপুর (61), আইআইটি কানপুর (66), দিল্লি বিশ্ববিদ্যালয় (85), আইআইটি রুরকি (114), জেএনইউ (119), আইআইটি গুয়াহাটি (124), ভিআইটি ভেলোর (173), কলকাতা বিশ্ববিদ্যালয় (181), যাদবপুর বিশ্ববিদ্যালয় (182), আন্না বিশ্ববিদ্যালয় (185), চণ্ডীগড় বিশ্ববিদ্যালয় (185), আইআইটি ইন্ডোর (185), বিআইটিএস পিলানি (188), জামিয়া মিলিয়া ইসলামিয়া (188), নয়ডার অ্যামিটি বিশ্ববিদ্যালয় (200) ৷