পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

নক্ষত্রের অবস্থানের কারণে আত্মবিশ্বাসী বৃষ রাশির ব্যক্তিরা, প্রেমে সাফল্য সিংহের; বাকিদের ভাগ্যে কি আছে জানুন রাশিফলে - কুম্ভ

Today's Horoscope in Bangla: আর্থিক দিক থেকে লাভবান হবেন কেউ ৷ পরিবারের সঙ্গে ভালো দিন কাটবে কারও ৷ সেই সঙ্গে রয়েছে বিবাহের যোগ রয়েছে ৷ আর কী কী রয়েছে আপনার ভাগ্যে তা জানতে চোখ রাখুন ইটিভি ভারতের রাশিফলে ৷

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Bangla Team

Published : Dec 17, 2023, 6:31 AM IST

মেষ:অফিসে কাজের চাপে আপনি সারাদিন ব্যস্ত থাকবেন ৷ কিন্তু নিজের উপর অতিরিক্ত চাপ ফেলবেন না ৷ এতে আপনার শারীরিক অবস্থার অবনতি ঘটবে। এই সময়টা নতুন কোনও পরিকল্পনা গ্রহণ করা এবং তাকে বাস্তব রূপদান করার জন্য আদর্শ ৷ কারণ আপনার বুদ্ধিমত্তা প্রকাশের ইচ্ছা আজ প্রবল হবে। আপনার ব্যবসার সম্প্রসারণ ঘটানোর জন্য আপনি সবকিছু করতে প্রস্তুত। আপনার প্রত্যাশামতোই ক্লায়েন্টদের সঙ্গে মিটিং হবে। যদি আপনি আপনার উপার্জন বৃদ্ধি করতে ইচ্ছুক থাকেন তাহলে আপনাকে পুরনো যোগাযোগের নম্বরগুলোতে নতুন করে সম্পর্ক স্থাপন করতে হবে।

বৃষ: আপনার নক্ষত্রগত অবস্থান আজ আপনাকে আত্মবিশ্বাসী করে তুলবে ৷ আপনি আপনার চিন্তাভাবনাগুলোকে নির্ভুলভাবে প্রকাশ করতে পারবেন। আপনার প্রিয় মানুষের জন্য আজ আপনি সমস্ত আবেগ ঢেলে দেবেন। টাকা-পয়সার বিষয়টি নির্ভর করবে আপনার দীর্ঘ-মেয়াদী লক্ষ্য এবং উচ্চাশাকে কেন্দ্র করে। আপনি যে কাজ করছেন তার অর্থনৈতিক বিষয়গুলির সঙ্গে আপনি যুক্ত হতে পারেন। আপনার ইচ্ছা হতে পারে সম্পূর্ণ স্বাধীনাবে মুক্ত থাকার এবং আপনার যা ইচ্ছে সেটা করার।

মিথুন: আজ আপনার সঙ্গে এমন কিছু ঘটনা ঘটতে পারে যেখানে আপনাকে মানিয়ে নিতে হতে পারে । আপনার এমনও মনে হতে পারে যে, আপনি কাজটা করতে বাধ্য হচ্ছেন। আপনার আজ উপলব্ধি হবে যে আপনার ভবিষ্যৎ এবং অর্থনৈতিক পরিস্থিতির নিরাপত্তার প্রয়োজন। আপনি মিটিংয়ে উপস্থিত থাকলেও কোনও সিদ্ধান্ত গ্রহণ করার বিষয়ে নিজেকে জড়াবেন না। আপনাকে কিছু অপ্রীতিকর পরিস্থিতি সুন্দরভাবে সামলাতে হতে পারে। মন এবং বুদ্ধির মধ্যে দ্বন্দ্ব বাড়বে ৷ অস্থিরতা বৃদ্ধি পাবে ।

কর্কট: আজ বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে পারেন । আপনার ব্যক্তিগত ও কর্মজীবন দু’দিকেরই চাহিদা পূরণ করতে হবে। এর ফলে নিজেকে অবসন্ন লাগবে। সব ধরণের চাহিদা পূরণ করা সহজ হবে না । আপনাকে মানসিক ভাবে স্থিরপ্রতিজ্ঞ হতে হবে। নিজের ধৈর্য্য এবং আত্মবিশ্বাস বজায় রাখুন। ধীরে কিন্তু দৃঢ় মনোভাবের কারণে আপনি সমগ্র পরিস্থিতি আয়ত্তে আনতে পারবেন । দিনের শেষভাগে, আপনার অর্থনৈতিক নিরাপত্তার বিষয়ে আপনাকে চিন্তিত থাকতে হবে।

সিংহ: আপনার প্রেম জীবন ও সম্পর্কের ক্ষেত্রে দিনটি আপনার অনুকূলে থাকবে । আজ গ্রহ-নক্ষত্রের অবস্থান প্রিয়তমকে প্রেমপ্রস্তাব দেওয়ার জন্য আদর্শ। আপনার স্বভাব হল আপনি এক মুহূর্তও কিছু না করে থাকতে পারেন না। অফিসে বিভিন্ন রকম কাজের মধ্যে নিজেকে আজ আপনি ব্যস্ত রাখবেন। কর্মক্ষেত্রে আপনার এই ব্যস্ততা আপনার জন্য প্রশংসা বয়ে আনবে উর্ধ্বতন কর্তৃপক্ষের থেকে। আপনার মেজাজ থাকবে রাজার মতো ৷ আপনি অর্থসংক্রান্ত বিষয়ে কোনও মাঝারি মাপের সিদ্ধান্ত নেবেন না ।

কন্যা: কর্মজগতে আজ আপনি ব্যস্ত থাকবেন। আপনার প্রিয়তম মানুষের সঙ্গে দিন কাটানোর কোনও সুযোগ আজ আপনি পাবেন না । যদি আপনি কোনও দীর্ঘ-দূরত্বে থাকা সম্পর্কে জড়িত থাকেন, তবে আপনার প্রিয়তম-র সঙ্গে আপনি দিনটি উপভোগ করবেন। দিনের পরবর্তী সময়ে, আপনার শারীরিক সমস্যার কারণে অযাচিত ব্যয় হবে ৷ আকস্মিক দুর্ঘটনাও ঘটতে পারে। ঋণে যাতে জড়িয়ে না পড়েন সেদিকে লক্ষ্য রাখুন। কাজের বিষয়ে, আপনার মৌলিক উদ্ভাবনী চিন্তা আপনি শেয়ার করতে ইচ্ছুক হবেন।

তুলা: আপনার ব্যক্তিগত জীবনের সমস্যা আপনাকে অফিসের কাজে মনোনিবেশ ঘটাতে দেবে না। আপনার কর্ম আর ব্যক্তিগত জীবন পৃথক রাখুন ৷ দু’দিকেই সমান মনোযোগ দিন ঠিক যতটা তাদের প্রাপ্য । আপনি নতুন নতুন ধারণা এবং পথ উদ্ভাবন করতে পারেন । এই কাজগুলো করার ক্ষেত্রে কোনও ভুল নেই তাই যাই হোক না কেন, একটি সঠিক দিন বেছে নিয়ে তবেই নতুন কিছু করা উচিত ৷ আজকের দিনটি ভালো নয় ৷

বৃশ্চিক: আজ আপনি আপনার অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে চিন্তা করার কোনও সুযোগ পাবেন না ৷ কারণ আজ আপনাকে বিভিন্ন বিষয় নিয়ে ব্যস্ত থাকতে হবে । অনলাইনে নিজের ব্যাঙ্ক-আমানত চেক করার মতো সময়ও আপনি পাবেন না । আপনার পেশাগত জীবন মসৃণাবেই এগোবে। আপনাকে দিনের শুরুতে প্রচুর দায়িত্ব নিতে হবে ৷ কিন্তু সন্ধ্যের মধ্যেই আপনি অধিকাংশ কাজ সম্পন্ন করে ফেলবেন। আপনি কিছু ত্রুটি দেখতে পেতে পারেন এবং সতর্ক হয়ে যাবেন ।

ধনু: আপনার প্রেম জীবনের সাম্প্রতিক কিছু সাধারণ সমস্যা থেকে আপনি দূরে সরে থাকতে পারেন। এটা সম্ভব হয়েছে শুধু আপনাদের দু’জনের আন্তরিক প্রচেষ্টার জন্য । আপনি নিজেকে অনেক পরিণত করে তুলেছেন । আপনি আনন্দ অনুভব করবেন যদি এই পরিবর্তনের সঙ্গে আপনি এগিয়ে চলেন। আপনাকে সময়ের মধ্যে একটি গুরুত্বপূর্ণ প্রকল্পের কাজ শেষ করতে হবে । যদিও আপনি প্রথমদিকে একটু দোলাচলে থাকবেন, কিন্তু কাজটি আপরি সুচারুভাবে সম্পন্ন করবেন।

মকর: আপনি উদ্দীপনার সঙ্গে কর্ম করবেন । যাইহোক, অফিসে অতিরিক্ত সময়ের কাজ আপনাকে অবসন্ন করে তুলবে। আপনি আপনার সহকর্মীদের উপর চাপ সৃষ্টি করতে পারেন আরও বেশি কাজ করার জন্য ৷ সাধারণভাবে কাজ করতে দিলে অনায়াসেই ভালো ফলফল পাওয়া যাবে। যদি আপনি ঘরোয়া বিষয়ে চিন্তিত থাকেন ৷ সেখানে আপনার পরিবারের সদস্যরা আপনার পাশে নৈতিক এবং অর্থনৈতিক সাহায্যের হাত বাড়িয়ে দেবে। যদি নিজের মোট সম্পদ বৃদ্ধির চেষ্টা করেন, তাহলে আপনার নেটওয়ার্ক সেই রাস্তা খুলে দিতে পারে।

কুম্ভ: অর্থনৈতিক সমস্যা তখনই মিটতে পারে যদি আপনি নিজেকে শান্ত এবং স্থির রাখেন। দিনের দ্বিতীয়ার্ধ নির্দেশ করে যে, আপনার গ্রুপের অন্যান্য লোকজনের (অনলাইন বা অফলাইন) কাছ থেকে যে পরামর্শ পাবেন সেগুলো খুবই কার্যকরী। আজ আপনার নক্ষত্রের অবস্থান আপনার অনুকূলে থাকবে না। যাইহোক, দিনের সময় যত এগোবে, তত আপনি অনুভব করতে পারবেন যে নক্ষত্রগত অবস্থান ক্রমাগত পরিবর্তিত হচ্ছে ৷ ভাগ্য আপনাকে সহায়তা করবে। সকালে আপনি তুচ্ছাতিতুচ্ছ বিষয়ে অনেক বেশি সময় ব্যয় করবেন কিন্তু সন্ধ্যেবেলা সবকিছু শোধবোধ হয়ে যাবে ।

মীন:আজ আপনার স্বামী-স্ত্রী-র সঙ্গে অনেক ভালোভাবে বোঝাপড়া মিটবে। আপনার মুখে হাসি ফুটবে কারণ অফিসে আপনার কাজ সবার দ্বারা সমাদৃত হবে। আপনার বস আপনার কাজে খুব খুশি হবেন এবং তার ফলে আপনি কিছুটা স্বস্তি বোধ করবেন।আপনার মনে হবে যে, আপনি সঠিক রাস্তাতেই রয়েছেন। যাইহোক, আপনার অর্থনৈতিক রেখাচিত্র আজ হয়তো উল্লেখযোগ্যভাবে কমে যাবে।

ABOUT THE AUTHOR

...view details