নয়াদিল্লি, 12 এপ্রিল : লাফিয়ে লাফিয়ে বাড়ছে সংক্রমণ ৷ গত 24 ঘণ্টায় আক্রান্ত 1 লাখ 68 হাজার 912 । এটাই দেশে এখনও পর্যন্ত সর্বাধিক দৈনিক সংক্রমণের সংখ্যা ৷ গতকাল যা ছিল 1 লাখ 52 হাজার 879 । এখনও পর্যন্ত দেশে করোনা সংক্রমিত হয়েছে 1 কোটি 35 লাখ 27 হাজার 717 জন । এখনও পর্যন্ত মোট সক্রিয় আক্রান্ত হয়েছে 12 লাখ 1 হাজার 9 জন ।
একসপ্তাহে 6 দিন করোনার গ্রাফ ঊর্ধ্বমূখী ৷ করোনায় দৈনিক মৃত্যুর হারও বেড়েছে ৷ কেন্দ্রীয় সরকারের বুলেটিন অনুযায়ী, গত 24 ঘণ্টায় মৃত্যু হয়েছে 904 জনের ৷ গতকাল যা ছিল 839 ৷ এপর্যন্ত দেশে করোনায় মোট মৃত্যু হয়েছে 1 লাখ 70 হাজার 179 জনের ৷ একদিনে সুস্থ হয়ে উঠেছে 75 হাজার 86 জন ৷ এপর্যন্ত সুস্থ হয়ে উঠেছে 1 কোটি 21 লাখ 56 হাজার 529 জন ৷