করিমগঞ্জ, 23 ডিসেম্বর : অসমে একদল রোহিঙ্গাকে গ্রেপ্তার করল পুলিশ । মঙ্গলবার রাতে করিমগঞ্জ এলাকায় তাদের গ্রেপ্তার করে সুরাইবারি থানার পুলিশ । জানা গিয়েছে, মোট 13 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ । তাদের মধ্যে 3 জন পুরুষ, 4 জন মহিলা ও 6 জন শিশু রয়েছে ।
অসমে গ্রেপ্তার 13 রোহিঙ্গা - Rohinga
মোট 13 জনের একটি রোহিঙ্গা দলকে গ্রেপ্তার করে পুলিশ। ধৃতদের কাছ থেকে ভারতীয় ও বাংলাদেশি মুদ্রা উদ্ধার করেছে পুলিশ । জাল বাংলাদেশি আধার কার্ড উদ্ধার হয়েছে ।
সূত্রের খবর, রোহিঙ্গাদের এই দলটি আগরতলা থেকে আসে । এরপরই তারা পুলিশের জালে ধরা পড়ে । এখান থেকে তাদের জম্মু-কাশ্মীর, হায়দরাবাদ ও দিল্লি যাওয়ার পরিকল্পনা ছিল বলে পুলিশ সূত্রে খবর । ধৃতদের কাছ থেকে বাংলাদেশি ও ভারতীয় মুদ্রায় টাকা উদ্ধার করেছে পুলিশ । দু দেশের মুদ্রায় প্রায় 4 হাজার টাকা উদ্ধার করে পুলিশ । পাশাপাশি তাদের কাছ থেকে বাংলাদেশের জাল আধার কার্ডও উদ্ধার হয়েছে ।
জানা গেছে, 2016 সালে বাংলাদেশে নির্বাচনের সময় রোহিঙ্গাদের এই দলটি কক্স বাজারে কাজ করে । সেখানকার বাসিন্দাদের পুলিশের গতিবিধি সম্পর্কে তারাই খবর দিত বলেই জানা গিয়েছে । দলের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কিনা সে বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ ।